Advertisement
Advertisement

Breaking News

সন্ত্রাসের জোড়া ফলায় বিদ্ধ ইরান, হামলা পার্লামেন্ট ও মসজিদে

নিহত এক ফিদায়েঁ জঙ্গি-সহ বেশ কয়েকজনের মৃত্যর আশঙ্কা৷

Iran's parliament and Khomeini shrine attacked by gunmen
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2017 8:58 am
  • Updated:June 7, 2017 8:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের পার্লামেন্টের ভিতরে ঢুকে গুলি চালাল বন্দুকবাজরা৷ শুধু পার্লামেন্টেই নয়, গুলি চলেছে ইরানের রাজধানী তেহরানের আয়াতোল্লাহ খোমেইনির মসজিদেও৷ জোড়া হামলাতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছেন পার্লামেন্টের নিরাপত্তারক্ষীরা৷ সূত্রের খবর, এক ফিদায়েঁ জঙ্গি ও দুই থেকে তিন সশস্ত্র জঙ্গি এদিনের হামলা চালিয়েছে৷

শেষ পাওয়া খবরে আয়াতোল্লাহ খোমেইনির মসজিদের এক মুখপাত্র আলি খলিলি IRNA সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মসজিদে হামলাকারী ফিদায়েঁ জঙ্গি একজন মহিলা৷ ওই জঙ্গি নিজের গায়ে বোমা বাঁধা জ্যাকেটে বিস্ফোরণ ঘটিয়ে মারা গিয়েছে৷ বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন৷ দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Advertisement

এর পাশাপাশি ইরানের পার্লামেন্টের ভিতর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে বিবিসি সূত্রে খবর মিলেছে৷ টুইটারে একটি ছবি পোস্ট করে স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, এক বন্দুকবাজ গুলি চালিয়ে পার্লামেন্টের কাচের জানালা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে৷ সাংসদ সৈয়দ হোসেইন নাকভি জানিয়েছেন, এখনও অন্তত এক বন্দুকবাজ পার্লামেন্টের ভিতরেই রয়েছে৷ হামলাকারীরা সংখ্যায় তিনজন বলে জানিয়েছেন তিনি৷ পার্লামেন্টে হামলায় সাত থেকে আটজন আহত হয়েছেন বলে IRINN নিউজ চ্যানেল জানিয়েছে৷ হামলাকারীদের কাছে কালাশনিকভ ও ওয়ান কোল্ট পিস্তল রয়েছে৷ আর একটি সূত্রের খবর, পার্লামেন্টে হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই এখনও চলছে৷ রীতিমতো ছক কষে একইসঙ্গে ইরানের দু’টি জায়গায় জঙ্গিরা হামলা চালিয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ