Advertisement
Advertisement
Israel

‘ইঁদুর’ ধরতে গাজা তোলপাড় ইজরায়েলি বাহিনীর, সুড়ঙ্গে ভরা হচ্ছে বিস্ফোরক

গাজায় কয়েকশো কিলোমিটার জুড়ে বিছিয়ে রয়েছে এই সুড়ঙ্গগুলো।

Israel hunts Hamas in tunnels after entering heart of Gaza city। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 8, 2023 5:00 pm
  • Updated:November 8, 2023 5:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাসকে সম্পূর্ণ মুছে ফেলতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েল। বুধবার ইজরায়েলি সেনা গাজার কেন্দ্রস্থলে ঢুকে গিয়েছে বলে জানিয়েছে তেল আভিভ।  গোটা গাজা ভূ-খণ্ড জুড়ে মাটির নিচে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে অভিযান চালাচ্ছে ইজরায়েলি ফৌজ। বোমা মেরে উড়িয়ে দেওয়া দেওয়া হচ্ছে ‘দ্য মেট্রো’র পরিকাঠামো।

গত ২৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ঢুকে অভিযান চালাচ্ছে ইজরায়েল (Israel)। ইতিধ্যেই গাজার উত্তরদিকে একাধিক জঙ্গি ঘাঁটিতে আক্রমণ হয়েছে। ধবংসস্তূপে পরিণত করা হয়েছে হামাসের ডেরা। এবার হামলা চলছে মাটির নিচে। বুধবার এনিয়ে ইজরায়েল সেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইজরায়েলের পদাতিক বাহিনী মাটির নিচে হামাসের সুড়ঙ্গ খুঁজে নিশানা করছে। ধ্বংস করা হচ্ছে সুড়ঙ্গ-ঘাঁটিগুলো। গাজায় কয়েকশো কিলোমিটার জুড়ে বিছিয়ে থাকা এই সুড়ঙ্গগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের বিস্ফোরক।

Advertisement

[আরও পড়ুন: গাজা শহরের কেন্দ্রস্থল ইজরায়েলি সেনার দখলে! হেজবোল্লাকেও হুঁশিয়ারি নেতানিয়াহুর]

উল্লেখ্য, কয়েকদিন আগেই বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় প্যালেস্টাইনের সুন্নি জেহাদিদের মাটির নিচের  ডেরা। এই সুড়ঙ্গগুলোর মধ্যে দিয়েই সন্ত্রাসী কার্যকলাপ চালায় জঙ্গিরা। মাঝে রয়টার্স সূত্রে জানা গিয়েছিল, গাজায় (Gaza) হামাসের হাতে পণবন্দি থাকার পর যাঁরা মুক্তি পেয়েছেন তাঁরা জানিয়েছিলেন, মাটির ৮০ মিটার নিচে ছড়িয়ে রয়েছে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক, যার ব্যাপ্তি কয়েকশো কিলোমিটার। ওই সব সুড়ঙ্গের ভিতরে রয়েছে বাঙ্কার, হাতিয়ারের ভাণ্ডার থেকে শুরু করে নানা ধরনের ফাঁদও।

Advertisement

এদিকে আন্তর্জাতিক চাপের মুখে পড়লেও এখনই যুদ্ধবিরতিতে রাজি নন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাঁর সাফ কথা, ততদিন পর্যন্ত গাজায় জ্বালানি সরবরাহ করা হবে না, যুদ্ধবিরতি ঘোষিত হবে না, যত দিন না প্যালিস্তিনীয় জঙ্গিদের হাতে আটক ২৪০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। 

[আরও পড়ুন: ‘গাজা পুনর্দখল ইজরায়েলের জন্য ভালো হবে না’, তেল আভিভকে সতর্ক করল আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ