Advertisement
Advertisement

Breaking News

Pro-Palestine protest

মার্কিন কলেজের ভিতরে প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভ, লাইব্রেরিতে তালাবন্দি ইহুদি পড়ুয়ারা

ফ্লোরিডায় প্যালেস্টাইনপন্থী ছাত্র সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Jewish students locked in the library of a New York college during pro-Palestine protest। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 26, 2023 1:35 pm
  • Updated:October 26, 2023 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ দিন পেরিয়েও জারি রয়েছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। গাজায় হামাস জঙ্গিদের খতম করতে হামলা চালাচ্ছে ইজরায়েলের সেনা। ইহুদি দেশটির আক্রমণে প্রাণ হারিয়েছেন ৫ হাজারের উপর প্যালেস্তিনিয় মানুষ। যা নিয়ে বিভিন্ন দেশে প্রতিবাদ দেখাচ্ছেন প্যালেস্টাইনপন্থীরা। এবার প্যালেস্টাইনের সমর্থনে নিউইয়র্কের একটি কলেজে বিক্ষোভ দেখাল বেশ কয়েকজন ছাত্রছাত্রী। এমনকী তাদের প্রতিবাদ দেখানোর সময় কলেজের লাইব্রেরিতে তালাবন্দি ছিল কয়েকজন ইহুদি পড়ুয়া।

বুধবার নিউইয়র্কের (New York) কুপার ইউনিয়ন নামে একটি বেসরকারি কলেজের ভিতরে বিক্ষোভ দেখায় কয়েকজন প্যালেস্টাইনপন্থী (Palestine) ছাত্রছাত্রী। যার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘জিওনিজম আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দূর হোক’। এছাড়াও তাদের সঙ্গে ছিল প্যালেস্টাইনের পতাকা। স্লোগান দেওয়ার পাশাপাশি ওই পড়ুয়ারা ক্রমাগত কলেজের দরজা, জানালায় ধাক্কাও দেয়। 

Advertisement

[আরও পড়ুন: হামাস সমর্থনকারী! রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক বাতিল ইজরায়েলের বিদেশমন্ত্রীর]

একদিকে যখন এই বিক্ষোভ চলছিল তখন ওই কলেজের গ্রন্থাগারে তালাবন্ধ ছিল ১১ জন ইহুদি পড়ুয়া। যে বিষয়টি নাকোচ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে ফক্স নিউজের কাছে ওই কলেজের এক আধিকারিক জানান, যখন বিক্ষোভ চলছিল তখন ২০ মিনিটের জন্য লাইব্রেরি (library) বন্ধ রাখা হয়েছিল। সেসময় কয়েকজন পড়ুয়া আগে থেকেই গ্রন্থাগারের ভিতরে ছিল। এই বিষয়ে নিউইয়র্ক পুলিশের তরফে জানানো হয়, যতক্ষণ বিক্ষোভ চলছিল সেই গোটা সময় পুলিশ মোতায়েন ছিল। এর পর জ্যাক নোভাক নামে নিউইয়র্কের ইসরায়েলি কনস্যুলেটের এক প্রাক্তন আধিকারিক জানান, টানেলের মধ্যে দিয়ে লাইব্রেরিতে থাকা ওই পড়ুয়াদের বের করে আনা হয়েছে। 

Advertisement

অন্যদিকে, ফ্লোরিডার (Florida) আরেকটি বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখায় ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ নামে একটি ছাত্র সংগঠন। এমনকী তারা ইজরায়েলের বুকে হামলা চালানো হামাস জঙ্গি গোষ্ঠীর প্রতি সহানুভূতিও দেখায়। তার পরই ফ্লোরিডার ইউনিভার্সিটি সিস্টেমের পক্ষ থেকে সমস্ত কলেজকে নির্দেশ দেওয়া হয়, ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী ছাত্র সংগঠনগুলোকে নিষিদ্ধ করার জন্য। 

[আরও পড়ুন: হামাসকে নিষিদ্ধ ঘোষণার দাবি, দিল্লিতে দরবার ইজরায়েলের রাষ্ট্রদূতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ