Advertisement
Advertisement
Joe Biden

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা ‘মুক্তমনা’ বাইডেনের, হাঁটলেন ট্রাম্পের পথেই

প্রতিশ্রুতি ভঙ্গ করলেন বাইডেন।

Joe Biden will build more border wall with Mexico। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 6, 2023 4:40 pm
  • Updated:October 6, 2023 4:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকো সীমান্ত হয়ে বহু মানুষ আমেরিকায় প্রবেশ করেন আশ্রয়ের খোঁজে। ক্ষমতায় এসে মার্কিন মুলুকে শরণার্থীদের অনুপ্রবেশ আটকাতে এই সীমান্তেই প্রাচীর তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রিপাবলিকান নেতার পথে হেঁটে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

বৃহস্পতিবার এই বিষয়ে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস জানান, “দেশে অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে প্রাচীর তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমেরিকা-মেক্সিকো সীমান্তের রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকায় প্রাচীর নির্মাণ শুরু হবে। এই কাজে যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে হোয়াইট হাউস।” জানা গিয়েছে, চলতি বছরে এই পথ দিয়েই প্রায় আড়াই লাখ মানুষ অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছিলেন। 

Advertisement

[আরও পড়ুন: সিরিয়ার সেনা প্রশিক্ষণ শিবিরে ভয়াবহ ড্রোন হামলা, মৃত শতাধিক]

বলে রাখা ভালো, ২০১৭ সালে আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছিলেন মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলা হবে। তাঁর লক্ষ্য ছিল মেক্সিকো থেকে আসা অনুপ্রবেশকারীদের আটকানো। ২০১৯ সালে সেই লক্ষ্যে তিনি শুরু করেছিলেন শরণার্থী হঠাও অভিযান। পাঁচিল সংক্রান্ত বিলে সই করায় সে সময়ে সীমান্তে আটকে পড়েন বহু মানুষ। যার তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।

Advertisement

২০২১ সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের নীতি বাতিলের প্রক্রিয়া শুরু করেন জো বাইডেন। হোয়াইট হাউসের (White House) তরফে সেসময় প্রবেশ সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মার্কিন ভূখণ্ডে আসতে শুরু করেছিলেন শরণার্থীরা। এবার সেই প্রতিশ্রুতিই ভঙ্গ করলেন বাইডেন। অন্যদিকে,  তাঁর এই সিদ্ধান্ত যে আগামী বছর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের অস্বস্তিতে ফেলবে তা মনে করছেন বিশ্লেষকরা। 

[আরও পড়ুন: রাশিয়ার পাশ থেকে ভারতকে সরানোর চেষ্টা বৃথা, পশ্চিমি দুনিয়াকে হুঁশিয়ারি পুতিনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ