Advertisement
Advertisement

Breaking News

Joe Biden

OMG! কমলা হ্যারিসের স্বামীর ঠোঁটে চুমু বাইডেনপত্নী জিলের! ভিডিও ঘিরে হইচই

কমলা হ্যারিসের স্বামীকে কেন ঠোঁটে চুমু খেলেন জিল বাইডেন?

Joe Biden's wfie Jill kisses Kamala Harris' husband on the lips | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 8, 2023 1:03 pm
  • Updated:February 8, 2023 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জো বাইডেনপত্নী তথা আমেরিকার ফার্স্ট লেডি চুমু খেলেন দেশের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামীর ঠোঁটে! হ্যাঁ, ঠিকই পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিওটি। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

মঙ্গলবার ক্যাপিটল হলে জোপত্নী জিল বাইডেনের সঙ্গে দেখা হয় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফের। ভাষণ শুরুর আগেই পরস্পরের সঙ্গে সৌজন্য বার্তা করেন তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একে অপরকে প্রথমে আলিঙ্গন করেন তাঁরা। তারপরই ঠোঁটে ঠেকে যায় পরস্পরের ঠোঁট। পাশ্চাত্য সংস্কৃতিতে চুম্বন দিয়ে সৌজন্য দেখানো পুরনো রীতি। কিন্তু সাধারণত কোনও মহিলা ও পুরুষের সাক্ষাতের ক্ষেত্রে হাতে কিংবা গালে চুমু খাওয়া হয়। তবে এক্ষেত্রে জিল একেবারে ডগলাসের ঠোঁটেই চুমু খেলেন। আর তা নিয়েই শোলগোল নেটদুনিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক, সমস্ত ঋণেই বাড়তে পারে EMI]

অনেকেই প্রশ্ন তোলেন, কমলা হ্যারিসের (Kamala Harris) স্বামীকে কেন ঠোঁটেই চুমু খেলেন জিল বাইডেন? কেউ কেউ আবার বলছেন, জো বাইডেনের স্ত্রীর থেকে এমনটা প্রত্যাশিত ছিল না। অনেকে আবার আরও একবার এগিয়ে বলছেন, অতিমারী থেকে সুরক্ষিত থাকতে এখনও প্রায় সকলেই মাস্ক পরছেন। তাহলে তাঁরা কেন পরেননি? সব মিলিয়ে জিল বাইডেন ও ডগলাস এমহফকে নিয়ে জোর চর্চা চলছে ভারচুয়াল দুনিয়ায়।

Advertisement

গতকাল মঙ্গলবার দ্বিতীয়বার স্টেট অফ দ্য ইউনিয়নের ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। যেখানে তিনি রাজনৈতিক ভাবে বিভক্ত মার্কিন কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভাষণে নিজের প্রশাসনের নানা সাফল্যের কথা তুলে ধরেন তিনি। অর্থনীতি থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের প্রসঙ্গ উঠে আসে তাঁর ভাষণে। তাঁর এই ভাষণকে ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার রূপরেখা হিসেবে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: স্বস্তিতে অনুব্রত মণ্ডল, দিল্লি হাই কোর্টে ফের পিছিয়ে গেল ইডি মামলার শুনানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ