Advertisement
Advertisement

Breaking News

জনি সিনস

পর্নস্টারকে ‘কাশ্মীরি যুবক’ ভেবে খোরাক পাক আমলা, উত্তরে মজার টুইট জনি সিনসের

জানেন, পাক আমলা আবদুল বাসিতকে কী বললেন পর্ন তারকা?

Jonny Sins trolls ex-Pak envoy Abdul Basit for calling him Kashmiri
Published by: Tanujit Das
  • Posted:September 4, 2019 5:11 pm
  • Updated:September 4, 2019 5:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের সমস্ত সীমা আগেই পার করেছে পাকিস্তান৷ ফেক নিউজ, ফেক ভিডিও ছাড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার যে চেষ্টা ইসলামাবাদ করেছে, তা আগেই ব্যর্থ হয়েছে৷ কিন্তু তাতেও যেন দমতে নারাজ ইমরানের দেশ৷ সমস্ত মাত্রা ছাড়িয়ে মঙ্গলবার পর্ন তারকা জনি সিনসকে ‘অন্ধ কাশ্মীরি যুবক’ বলেও দাবি করে বসেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ নেটিজেনদের পাশাপাশি, যার মোক্ষম উত্তর দিলেন পর্ন তারকা নিজেই৷ প্রত্যুত্তরে পাক আমলাকে সোশ্যাল মিডিয়ায় মশকরার পাত্র বানিয়ে ছাড়লেন তিনি৷

[ আরও পড়ুন: বাড়ির খাবারে অরুচি, একটানা ৭ বছর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দৃষ্টি হারাল কিশোর ]

Advertisement

সোমবার জনি সিনসের একটি পর্ন ছবির দৃশ্য রিটুইট করেন এই প্রাক্তন পাক আমলা৷ টুইটারে তিনি লেখেন, ‘‘অনন্তনাগের বাসিন্দা ইউসুফ…পেলেটের আঘাতে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন…এবার সবাই প্রতিবাদ সরব হন৷’’ অর্থাৎ পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের বাসিন্দা ‘ইউসুফ’ বলে দাবি করেন আবদুল বাসিত৷ জানান, ভারতীয় সেনার ছোঁড়া পেলেট বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছে ইউসুফ(জনি সিনস)৷ এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রয়োজন আরজি জানান তিনি৷ এই রিটুইটের পরই নেটিজেনদের রোষের মুখে পড়েন আবদুল বাসিত৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা৷

Advertisement

[ আরও পড়ুন: ব্রিটেনের ভারতীয় দূতাবাসে ভাঙচুর পাক বংশোদ্ভূতদের, নিন্দায় সরব আন্তর্জাতিক মহল ]

বাসিতের লেখাটি রিটুইট করেন প্রখ্যাত সাংবাদিক মাইলা ইনায়াত৷ টুইটারে তিনি লেখেন, পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের নাগরিক ভেবে ভুল করেছেন প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ এছাড়া নেটিজেনরাও বিষয়টা নিয়ে মশকরা শুরু করেন৷ মঙ্গলবার বসিতকে উত্তর দিলেন পর্ন তারকা জনি সিনস নিজেই৷ পালটা টুইটে মজা করে প্রথমে বাসিতকে ফলোয়ার্স বা অনুরাগী বাড়ার জন্য শুভেচ্ছা দেন তিনি৷ তারপর বলেন, ‘‘আমি সুস্থ রয়েছি৷ আমার চোখও ভাল রয়েছে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ