Advertisement
Advertisement

ট্রাম্পকে পছন্দ না হলে দেশ ছাড়ুন, বিক্ষুদ্ধদের হুমকি বিচারপতির

দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীকের অবমাননার ঘটনা নিন্দনীয়৷

Judge criticized protesters of trump
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 6:17 pm
  • Updated:November 22, 2016 6:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পছন্দ না হলে দেশ ছাড়তে পারেন৷ আমেরিকায় ট্রাম্প বিরোধীদের উদ্দেশ্যে এমনই কড়া মন্তব্য করলেন ফেডারেল ম্যাজিস্ট্রেট জজ জন প্রিমামো৷ মঙ্গলবার আমেরিকার একটি সরকারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন প্রিমামো ৷ সেখানেই বিক্ষুব্ধদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন এই বিচারপতি৷

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে  মার্কিন প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ যদিও নির্বাচনের পরেও স্বস্তিতে নেই আমেরিকাবাসী৷ নির্বাচনের পরেও প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পকে অনেকেরই না পসন্দ৷ তাই মার্কিন মুলুকে বিভিন্ন শহরে প্রতিবাদের ঝড় উঠেছে৷ রাস্তায় নেমে প্ল্যাকার্ড হাতে মিছিল করছেন বহু জনতা৷ আমেরিকার সান আন্তেনিও শহরের ইনস্টিটিউট অফ টেক্সান কালচারের সামনে বিক্ষোভ দেখান ট্রাম্প বিরোধীরা৷ যার মধ্যে অধিকাংশই দেশের ছিলেন নবীন নাগরিক৷ বিক্ষোভকারীরা ট্রাম্প ও দেশবিরোধী মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ৷ এই সমস্ত বিক্ষোভকারীদের উদ্দেশ্যেই প্রিমামোর মন্তব্য, দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীকের অবমাননা করা চূড়ান্ত নিন্দনীয় ঘটনা৷

Advertisement

তবে শুধু সান আন্তেনিও শহরই নয় আমেরিকার বহু শহরেই ট্রাম্প বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়েছে৷ বহু জায়গায় বিক্ষোভকারীদের গ্রেফতারও করেছে পুলিশ৷ এদিন সেই সেমস্ত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন ফেডারেল ম্যাজিস্ট্রেট জজ জন প্রিমামো৷ তাঁর মন্তব্য, ট্রাম্প এখন মার্কিন প্রেসিডেন্ট৷ তাই ট্রাম্পকে সম্মান করা দেশবাসীর কর্তব্য৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ