Advertisement
Advertisement

শপিং মলের উপর ভেঙে পড়ল বিমান, মৃত পাঁচ

দেখুন সেই ভিডিও৷

Light aircraft with 5 people onboard, crashes into yet-to-open shopping centre near
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 11:08 am
  • Updated:February 21, 2017 11:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আকাশ থেকে যেন আগুনের গোলা ছুটে এল৷ চোখের নিমেষে ধ্বংস করে দিল শপিং মলটিকে৷” মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিমান দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে এমনটাই বললেন এক প্রত্যক্ষদর্শী৷ প্রাণে বাঁচেননি ব্যক্তিগত বিমানের পাঁচ যাত্রীই৷ ঠিক কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে ভিক্টোরিয়া পুলিশ৷ শপিং মলের পাশের রাস্তায় ব্যাপক জ্যাম ছিল৷ তাই রাস্তায় বিমানটি ভেঙে পড়লে আরও বড় রকমের দুর্ঘটনা ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলীয় প্রশাসন৷

জনবহুল শহরে তখন অনেক লোক৷ আকাশ থেকে আগুনের গোলা পড়তে দেখে প্রথমে বিষয়টি বুঝতে পারেনি তাঁরা৷ কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে যেন সম্বিত ফেরে৷ স্থানীয়রা জানাচ্ছেন, প্রথমে মনে হয়েছিল কোনও উল্কাপাতের ঘটনা৷ যেভাবে দ্রুতগতিতে উপর থেকে আগুনের গোলা নামছিল তা সত্যিই বিস্ময়ের৷

চার্টার্ড বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কথা দুর্ঘটনার মাত্র কয়েক সেকেন্ড আগেই পাইলট জানিয়েছিলেন৷ নির্দেশমতো বিমানবন্দরে ফিরে আসার জন্য গতিপথ পরিবর্তন করেছিলেন পাইলট৷ বিমানটি মেলবোর্ন থেকে কিংল্যান্ড যাচ্ছিল৷ পথ পরিবর্তন করার অনুমতি পাওয়ার পরই পাইলট বিমানটিকে বন্দরে অবতরণ করার চেষ্টা শুরু করেছিলেন৷ তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারের পরই কী কারণে দুর্ঘটনা তার সঠিক তথ্য পাওয়া সম্ভব৷ এভাবে বিমান ভেঙে পড়ার দৃশ্য দেখে আতঙ্ক দেখা দিয়েছে৷ আগুনের ভয়ঙ্কর দৃশ্য নজরবন্দি করতে মুহূর্তটাকে অনেকেই মোবাইলবন্দি করেছেন, তাও দেখা গিয়েছে৷

দেখুন সেই ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ