Advertisement
Advertisement
Lulu group

বাংলায় বিশ্বমানের মল খুলবে লুলু গ্রুপ, মমতার সঙ্গে বৈঠকে বিনিয়োগ বার্তা

বাংলায় লগ্নির ঝড়।

Lulu group to open world class shopping mall in West Bengal
Published by: Sayani Sen
  • Posted:September 22, 2023 4:27 pm
  • Updated:September 22, 2023 5:26 pm

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: বাংলায় বিনিয়োগ টানতে ‘মরুরাজ্যে’ লুলু গ্রুপের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিউটাউনে বিশ্বমানের মল খোলার আশ্বাস দিল লুলু গ্রুপ।

শুক্রবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেন লুলু গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ আলি। বাংলায় বিপুল বিনিয়োগের আশ্বাস দেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নিউটাউনে একটি বিশ্বমানের শপিং মল খুলবে লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনাল। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এই সংস্থার  ২৩৪টি স্টোরে বিশ্ববাংলার নিজস্ব জিনিসপত্র রাখা হবে।

Advertisement

Lulu group

Advertisement

বাংলার কৃষকদের ফলানো ফল এবং শাকসবজি লুলু গ্রুপের (Lulu Group International) শপিং মলে রাখা হবে। বাংলার মৎস্যজীবীদের চাষ করা মাছ, মাংস, ডিমও থাকবে লুলু গ্রুপের শপিং মলে। তৈরি হবে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। এছাড়া লুলু গ্রুপ বাংলার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেবে। বিশ্বখ্যাত বাণিজ্যিক সংস্থার লগ্নিতে দেশের কোষাগার বৃদ্ধির ক্ষেত্রে বাংলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তা বলাই বাহুল্য। লুলু গ্রুপকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee

[আরও পড়ুন: গরুপাচার মামলায় জামিন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির, খবরে উচ্ছ্বসিত তৃণমূল নেতা]

উল্লেখ্য, রিটেল ব‌্যবসায় দুবাইয়ের সিংহভাগ ও আবুধাবি তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে লুলু গ্রুপ। পাশাপাশি ম‌্যানুফ‌্যাকচারিং ইউনিট ও খ‌াদ‌্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব‌্যাপক বিনিয়োগকারী এই সংস্থা। লুলু-র আরবি ভাষায় অর্থ মুক্ত। সংস্থার পুরো নাম লোকালি আনওয়ান্টেড ল‌্যান্ড ইউস। সৌদি আরব, কুয়েত, ওমান, ইজিপ্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ইতিমধ্যেই বিনিয়োগ করেছে লুলু গ্রুপ। এছাড়া ভারতের কোচি, তিরুবনন্তপুরম, ত্রিশূর, বেঙ্গালুরু ও লখনউয়ের পর এবার বাংলায় বিনিয়োগের পথে লুলু গ্রুপ।

Mamata-Banerjee

[আরও পড়ুন: রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ, দ্রুত ছাত্রভোটের দাবিতে হাই কোর্টে মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ