Advertisement
Advertisement

Breaking News

সৈকতে দৈত্যাকৃতি জলোচ্ছাস! স্রোতে ভেসে গেলেন প্রবাসী ভারতীয় যুবক ও তাঁর দুই সন্তান, ভাইরাল ভিডিও

লাগাতার তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত দু'জনের দেহ উদ্ধার করেছে প্রশাসন।

Maharashtra man with2 children swept away on Oman beach | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 14, 2022 11:32 am
  • Updated:July 14, 2022 9:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে মৃত্যু! মুহূর্তের অসতর্কতায় ঘটে যেতে পারে মর্মান্তিক কাণ্ড। ওমানের (Oman) একটি সিবিচে এমন কঠিন সত্যির মুখোমুখি হল একটি প্রবাসী ভারতীয় পরিবার। বেড়াতে এসে সমুদ্র তীরে আনন্দ করছিল পরিবারের সদস্যরা। হঠাৎই একটি বিরাট জলোচ্ছাস আছড়ে পড়ে সৈকতে। তাতে ভেসে গেল দুই শিশু। পরে ডুবে মৃত্যু হয় তাদের। সন্তানদের বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবারও।

বুধবার এই ঘটনা ওমানের সালহা এলাকার মুঘসিয়াল সমুদ্র সৈকতে। আচমকা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর বিয়াল্লিশের শশিকান্ত মহামনে (Shashikant Mhamane) এবং তাঁর দুই সন্তান ৯ বছরের শ্রুতি ও ৬ বছরের শ্রেয়সের। শশিকান্তর ভাই জানিয়েছেন, পরিবার সূত্রে তাঁরা মহারাষ্ট্রের (Maharashtra) নিবাসী হলেও বর্তমানে দুবাইয়ের (Dubai) বাসিন্দা। দুবাইয়ের একটি সংস্থায় কর্মরত ছিলেন শশিকান্ত। বৃহস্পতিবার একদিনের ছুটি কাটাতে দুবাই থেকে ওমানের ওই সৈকতে স্বপরিবারে আসেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: পিছু ছাড়ছে না বিপদ, মালদ্বীপেও তীব্র ক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে]

ভাইরাল হওয়া ভিডিওতে রয়ে গিয়েছে সেই ভয়ংকর মুহূর্ত। দেখা গিয়েছে, অন্য পর্যটকদের সঙ্গেই সমুদ্র সৈকতে আনন্দ করছে শ্রুতি ও শ্রেয়স। কিন্তু আচমকা বিরাটাকার একটি জলোচ্ছাস আছড়ে পড়ে। সেই জলস্রোতের টানে চোখের সামনে ভেসে যায় শ্রুতি ও শ্রেয়স। সঙ্গে সঙ্গে দুই সন্তানকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন শশিকান্ত। কিন্তু প্রবল জলের টানের সঙ্গে বেশিক্ষণ লড়তে পারেননি তিনি। পড়ে স্থানীয় প্রশাসন সমদ্রে ডুবুরি নামায়। উদ্ধার হয় শশিকান্ত ও শ্রেয়সের দেহ। যদিও শ্রুতি এখনও নিখোঁজ। শ্রুতির খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, ব্রিটেনে কি তৈরি হবে ইতিহাস?]

এদিকে মহারাষ্ট্র প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওমানের মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরেছেন শশিকান্ত মহামনের ভারতের আত্মীয়রা। তাঁরা ইতিমধ্যে ওমানের উদ্দেশে রওনা দিয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এইসঙ্গে ওই সৈকতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি সমুদ্রে সৈকতে ঘুরতে গেলে আরও বেশি সতর্ক হওয়া পরামর্শ দিচ্ছেন সচেতন নেটিজেনরা। আবার এক নেটিজেনের দাবি, দুর্ঘটনায় মোট ৮ জন ভেসে গিয়েছিলেন। যদিও সরকারি সূত্রে তেমনটা জানা যায়নি।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ