Advertisement
Advertisement

Breaking News

US President Election

‌’অসুর’ ট্রাম্পকে বধ করছেন ‘দুর্গা’রূপী কমলা!‌ ভাইরাল ছবিতে তোলপাড় মার্কিন মুলুক

কমলা হ্যারিসের ভাগ্নি ছবিটি টুইট করার পর বিতর্কের মুখে পড়ে তা মুছে দিয়েছেন।

Meena Harris Slammed For Morphing Aunt Kamala As Maa Durga, Enemy Trump | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 20, 2020 9:21 pm
  • Updated:October 20, 2020 9:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ দেবী দুর্গার বেশে দাঁড়িয়ে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। বাহন সিংহের মুখের জায়গায় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন। আর অসুর?‌ বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনই একটি ছবিতে শোরগোল পড়ে গেল মার্কিন মুলুকে। টুইটটি করেছিলেন কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিস। পরে বিতর্কের মুখে পড়ে তা মুছে দিলেও আলোচনা থামছে না। সরব হয়েছে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনও।

সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন (US President Election)। একদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জো বিডেন। তবে এই নির্বাচনে অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসই। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রথম থেকেই সরব তিনি। তবে এবার সেই কমলা হ্যারিসই জড়ালেন বিতর্কে।

Advertisement

[আরও পড়ুন: ভেস্তে গেল শান্তির চেষ্টা, আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে ফের শুরু রক্তক্ষয়ী যুদ্ধ]

সোশ্যাল মিডিয়ায় এদিন তাঁর ওই ছবিটি রীতিমতো ভাইরাল হয়। যেখানে কমলা হ্যারিসকে দেবী দুর্গা, জো বিডেনকে তাঁর বাহন সিংহ এবং ডোনাল্ড ট্রাম্পকে অসুর হিসেবে দেখানো হয়। ছবিটি শেয়ার করেন খোদ তাঁর ভাগ্নি মিনা। এই ছবি প্রকাশ্যে আসতেই আমেরিকায় বসবাসকারী হিন্দু সংগঠনের সমস্ত সদস্যরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, এই ছবি প্রকাশ করে তাঁদের দেবীকে অপমান করা হয়েছে। যিনি টুইট করেছেন তাকে তো ক্ষমা চাইতে হবে, অন্যদিকে কমলা হ্যারিসকেও ক্ষমা চাইতে হবে।

Advertisement

যদিও মার্কিন নির্বাচনে ভারতীয় ভোটের গুরুত্বের কথা মাথায় রেখেই বিগত কিছুদিন ধরে হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন বিডেন এবং হ্যারিস। এমনকি তারা ‘‌নবরাত্রি’‌র জন্য টুইট করে শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছিলেন। কিন্তু এবার এই ছবিতেই চটেছেন অনেকে।

[আরও পড়ুন: ট্রায়ালে পাশ চিনের ‘করোনাভ্যাক’, প্রতিষেধককে নিরাপদ বলে ঘোষণা ব্রাজিলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ