Advertisement
Advertisement

Breaking News

এক ফোনে ভেস্তে গেল লুঠের পরিকল্পনা

ভাগ্যের ফেরে নাটকীয়ভাবে শ্রীঘরে দুই অভিযুক্ত৷

Men plans to rob local restaurant, mistakenly called Police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 7:48 pm
  • Updated:December 17, 2016 7:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরই নাম ভাগ্য৷ যার কল্যাণে কারও পৌষ মাস, আর কারও হল সর্বনাশ৷ ভুলবশত আসা এক ফোনে অপরাধ ঘটার আগেই অপরাধীদের ধরে ফেলল পুলিশ৷ ডেনভিলের কেন্টাকিতে ঘটেছে এই অবাক করা ঘটনা৷

রাত তখন প্রায় ন’টা৷ ডেনভিলের পুলিশ কন্ট্রোল রুমে তখন রোজকার নিয়মেই কাজ চলছে৷ তবে আসন্ন বড়দিনের একটু আলসেমিও ছিল৷ তখনই ফোনটা আসে৷ কিছুক্ষণ ফোনটা ধরেই পুলিশকর্মী বুঝতে পেরেছিলেন এটা ভুলবশত কেউ করে ফেলেছেন নিজের অজান্তেই৷ ফোনটা ছাড়তেই যাচ্ছিলেন তখনই কথাটা কানে এল৷ একজন ব্যক্তি কাউকে বন্দুক এনেছে কিনা প্রশ্ন করছে৷ এরপরই দুই ব্যক্তির কথোপকথন শুনতে শুরু করে পুলিশ৷ বোঝা যায়, তারা কোনও একটি রেস্তরাঁ লুঠ করার পরিকল্পনা করছে৷

Advertisement

কিছুক্ষণ কথা শুনে তাঁদের লোকেশন জানার চেষ্টা করে পুলিশ৷ কিন্তু পরে আর ঝুকি না নিয়ে লোকেশন ট্রেস করা হয়৷ সেটি ছিল BBQ নামে জনপ্রিয় এক স্থানীয় রেস্তরাঁর পার্কিংয়ের লট৷ ঘটনাচক্রে সেই রেস্তরাঁতেই বসেছিলেন ডেনভিলের পুলিশ প্রধান টনি গ্রে৷ এই কথোপকথনের কথা তিনিও জানতেন৷ টিম পৌঁছতেই তাতে সামিল হয়ে পার্কিংয়ে পৌঁছে যান তিনি৷ গ্রেফতার করা হয় রবার্ট ও ডেভিড নামে স্থানীয় দুই যুবককে৷ দু’জনেই মদ্যপ অবস্থায় ছিল৷ ধৃতদের মধ্যে একজনের পকেট থেকে মুখোশও পাওয়া যায়৷ দু’জনকেই চিনতেন রেস্তরাঁর মালিক মাইক সাদারল্যান্ড৷ কিন্তু তাঁর রেস্তরাঁ লুঠ করার এত আয়োজন চলছে তিনি জানতেনও না৷ জানলেন যখন রবার্ট ও ডেভিডের হাতে হাতকড়াটি পড়ে গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ