Advertisement
Advertisement

Breaking News

চিনা ভীতি কাটাতে ট্রাম্পের সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন মোদি

মোদির আমলে প্রতিরক্ষা ক্ষেত্রে অগ্রগতি হয়েছে ভারতের৷

Modi improving ties with US to tackle China
Published by: Tanujit Das
  • Posted:August 22, 2018 6:42 pm
  • Updated:August 22, 2018 6:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের আমলে পূর্বের চিনা ভীতি অনেকটাই কাটিয়ে উঠেছে সক্ষম হয়েছে ভারত৷ আমেরিকার সঙ্গে সখ্যতা বাড়ার ফলেই ভারতের এই কাজ সম্ভবপর হয়েছে৷ সম্প্রতি একটি প্রতিবেদন এমনই স্বীকারোক্তি করেছে চিনা সরকার দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যম গ্লোবালর টাইমস৷ পাশাপাশি তাঁরা আক্রমণও শানিয়েছে৷ চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার দায় চাপিয়েছে কেন্দ্রের ক্ষমতায় থাকা এনডিএ সরকারের উপরে৷

[সমাধিস্থল ও শ্মশানের দখল নিচ্ছে এলাকার প্রভাবশালীরা, অভিযোগ পাক হিন্দুদের]

Advertisement

প্রতিবেদনের প্রথমাংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই প্রতিরক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্ত ঘটেছে ভারতের৷ তাঁর আমলেই সমৃদ্ধ হয়েছে দেশের অস্ত্রাগার৷ ফলে নন-ন্যাটো দেশগুলির মধ্যে আমেরিকার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠতে পেরেছে ভারত৷ এরফলে অনেকটাই চিনা ভীতি কাটিয়ে উঠতে পেরেছে নয়াদিল্লি৷ যার অন্যতম কারণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকা৷

Advertisement

প্রতিবেদনের দ্বিতীয় অংশে মূলত দোষারোপ করা হয়েছে প্রধানমন্ত্রীকে৷ টেনে আনা হয়েছে, নির্জোট আন্দোলনের সময় ভারতের অবস্থানকে৷ বলা হয়, তখন শক্তিশালী দেশগুলির থেকে সমদূরত্ব বজায় রাখে নয়াদিল্লি৷ সমালোচনা করা হয়, ভারতের বিদেশমন্ত্রকের কূটনৈতিক থিঙ্কট্যাঙ্ককেও৷ বলা হয়, নয়াদিল্লির মসনদে বসেই পূর্ববর্তী সরকারের সমস্ত কূটনৈতিক বিশেষজ্ঞদের সরিয়ে দেন প্রধানমন্ত্রী মোদি৷ তৈরি করেন নিজস্ব কূটনৈতিক টিম৷ যা চিনের সঙ্গে খারাপ করেছে ভারতের সম্পর্ক৷

[ফের মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের থাবা, প্রতিহত করল মাইক্রোসফট]

যদিও চিনের এই প্রতিবেদনকে গুরুত্ব দিতে নারাজ নয়াদিল্লি৷ একে একপ্রকার হা-হুতাস বলতেই কটাক্ষ করা হয়েছে৷ এর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, ৭৩ দিনের ডোকলাম সমস্যাকে৷ বলা হয়েছে সেই সময় ভারতের দৃঢ় অবস্থানের কাছে কার্যত পিছু হঠতে বাধ্য হয় লাল চিন৷ ডোকলাম থেকে সেনা সরিয়ে নেয় বেজিং৷ যা একপ্রকার তাদের হার৷ বিশেষজ্ঞদের মতে, ডোকলাম সমস্যায় ভারতের কাছে এই হারকে এখনও ভুলতে পারছে না চিন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ