Advertisement
Advertisement

Breaking News

মার্কিন হুঁশিয়ারি উড়িয়ে ফের পরমাণু পরীক্ষার তোড়জোর কিমের

স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে এই তথ্য জানা গিয়েছে৷

N Korea preparing for another nuclear test, reveals satellite imagery
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 1:49 pm
  • Updated:October 9, 2019 7:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার হুমকিকে পাত্তা না দিয়ে আবারও পরমাণু বোমা পরীক্ষা করতে চলেছে যুদ্ধবাজ কিম জংয়ের উত্তর কোরিয়া৷ স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে এই তথ্য জানা গিয়েছে৷ পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল বানানো বন্ধ না করলে পিয়ংইয়ং-এর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হবে আমেরিকা, বলে হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ তবে ভ্রুক্ষেপহীন কমিউনিস্ট রাষ্ট্রটির প্রধান কিম জং উন৷

[বাড়তি উপার্জনের নেশা, স্ত্রীর সঙ্গে সঙ্গম ইন্টারনেটে LIVE যুবকের]

Advertisement

উত্তর ও দক্ষিণ দুই কোরিয়ার মধ্যে ক্রমশ বেড়ে উঠা সংঘাতের পরিস্থিতির উপর নজর রাখছে ‘৩৮ নর্থ’ নামের আমেরিকার একটি সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে পরমাণু পরীক্ষার জন্য সমস্ত সরঞ্জাম ও একটি পরমাণু পরীক্ষা কেন্দ্র তৈরি করছে উত্তর কোরিয়া৷ ২০০৬ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার পরমাণু পরীক্ষা করেছে পিয়ংইয়ং৷ ওই সংস্থাটি আরও জানিয়েছে, এপ্রিলের ১২ তারিখ পুংগেরি পরমাণু পরীক্ষাস্থলের ছবি তোলে একটি বাণিজ্যিক উপগ্রহ৷ ছবিগুলিতে প্রায় ১১টি পরমাণু পরীক্ষায় ব্যবহৃত সরঞ্জাম দেখা যাচ্ছে৷ তবে সংস্থাটির এই দাবি নস্যাৎ করে দক্ষিণ কোরিয়া জানিয়েছে এমন কোনও সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না৷

Advertisement

[‘আজাদি’ চাইলে কাশ্মীর ছাড়ো, জওয়ান নিগ্রহের প্রতিবাদে গম্ভীর]

গত এক বছর ধরে সব দেশের চোখ রাঙানিকে উড়িয়ে দিয়ে একতরফা ভাবে পরপর পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন স্বৈরাচারী কিম৷ মহাশক্তিধর প্রতিবেশী চিনও সংযত করতে পারেনি তাঁকে৷ ট্রাম্প উত্তর কোরিয়াকে দমন করার হুঙ্কার ছাড়তেই তাঁকে চ্যালেঞ্জ করে ক্ষেপণাস্ত্র ছোড়েন কিম৷ বুঝিয়ে দেন, আমেরিকাকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি৷ চলতি সপ্তাহেই দেশের পূর্ব উপকূলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান তিনি৷

[৩৩ বছর আগে আজকের দিনেই সিয়াচেনের দখল নিয়েছিল ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ