Advertisement
Advertisement

শ্বেতপত্র প্রকাশ করে কিমের দেশকে বিপজ্জনক ঘোষণা জাপানের

আন্তর্জাতিক মহলে আরও কোণঠাসা উত্তর কোরিয়া৷

North Korea still poses a
Published by: Tanujit Das
  • Posted:August 28, 2018 8:04 pm
  • Updated:August 28, 2018 8:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন পুরোপুরি বিপদ কাটেনি৷ বিশ্বের জন্য এখনও চরম আতঙ্কের বিষয় উত্তর কোরিয়া৷ কড়া ভাষায় পিয়ংইয়ং-এর সমালোচনা করে শ্বেতপত্র প্রকাশ করল জাপান৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরে শান্তি বৈঠকের পরেও নিজেদের চরিত্রে বদল ঘটায়নি সেদেশের সর্বাধিনায়ক কিম জং উন৷ বরং সকলের অলক্ষ্যে তলে তলে এখনও চালিয়ে যাচ্ছে পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা৷ এই নিয়েই মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে জাপানের প্রতিরক্ষা দপ্তর৷ জানাল, উত্তর কোরিয়ার কার্যকলাপ কেবল ওই অঞ্চলই নয়, সমগ্র বিশ্বের কাছেই অত্যন্ত আতঙ্কের৷

[সিন্ধু নদের জলবণ্টন নিয়ে ভারত-পাকিস্তান বৈঠক, ইমরানের আগমনে কি কাটবে জট?]

Advertisement

আমেরিকার মতোই জাপানও বারবার চেয়ে এসেছে নিরস্ত্রীকরণের পথে হাঁটুক কিম৷ আশার আলো যাগে যখন, চলতি বছরের ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন কিম৷ শর্তসাপেক্ষে মেনে নেন আমেরিকার নিরস্ত্রীকরণের দাবি৷ তবে রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে৷ সেখানে বলা হয়েছে, এখনও আগের মতোই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং৷ আন্তর্জাতিক বিশ্বের নজর এড়িয়ে এখনও অনেক দেশে অস্ত্র বিক্রি করে চলেছে তারা৷ তলে তলে চালিয়ে যাচ্ছে পারমাণবিক পরীক্ষা৷ কারণ এখনও পর্যন্ত পারমাণবিক কেন্দ্রগুলিকেই ধ্বংস করতে পারেনি উত্তর কোরিয়া৷ প্রকাশিত শ্বেতপত্রে এই বিষয়গুলি নিয়েই সরব হয়েছে টোকিও৷ উত্তর কোরিয়ার বিষয়ে এখনই যে তাঁরা নীতি বদলাচ্ছে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে সেদেশের প্রতিরক্ষা দপ্তর৷

Advertisement

[মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় আরও তৎপর নয়াদিল্লি]

নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক বন্দে নির্দেশ দেয় রাষ্ট্রসংঘ৷ আন্তর্জাতিক এই সংগঠনের নির্দেশ অমান্য করে পিয়ংইয়ং-এর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ায় একাধিক রুশ ও চিনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা৷ ওয়াশিংটনের এই পদক্ষেপের পাশে দাঁড়িয়ে একে স্বাগত জানিয়েছে জাপান৷ উত্তর কোরিয়াকে ভর্ৎসনা করে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও-র উত্তর কোরিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ যাকে সমর্থন করেছে জাপান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ