Advertisement
Advertisement

Breaking News

Missile

কবে হবে কিমের সুমতি? এবার সাবমেরিন থেকে মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়ার ফৌজ

মারণাস্ত্র তৈরির মহাযজ্ঞ চলছে একনায়ক কিম জং উনের নির্দেশে।

North Korea tested new 'submarine-launched ballistic missile'
Published by: Monishankar Choudhury
  • Posted:October 20, 2021 9:25 am
  • Updated:October 20, 2021 9:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঁড়ারে খাবার নেই অথচ অস্ত্র তৈরি করে চলেছে উত্তর কোরিয়া (North Korea)। আর মারণাস্ত্র তৈরির এই মহাযজ্ঞ চলছে দেশটির প্রধান একনায়ক কিম জং উনের নির্দেশে। এবার ফের সাবমেরিন থেকে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে আমেরিকাকে পরোক্ষে হুমকি দিল পিয়ংইয়ং।

[আরও পড়ুন: মহাকাশে চক্কর চিনা আণবিক ক্ষেপণাস্ত্রের, তবে কি ব্যর্থ মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম?]

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ-কে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, মঙ্গলবার সাবমেরিন থেকে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে পিয়ংইয়ং। এনিয়ে বিগত সপ্তাহে বেশ কয়েকটি ‘হাইপারসনিক’ ও ‘দূরপাল্লার’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিমের ফৌজ। এই বিষয়ে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা উড়িয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়েছে উত্তর কোরিয়া। সবমিলিয়ে, আন্তর্জাতিক মঞ্চকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে দেশটি।

উল্লেখ্য, আমেরিকার চাপানো আর্থিক নিষেধাজ্ঞা থেকে করোনা সংকটের জেরে উত্তর কোরিয়ায় (North Korea) পরিস্থিতি অত্যন্ত জটিল। এবছর ৮ লক্ষ ৬০ হাজার টন খাদ্যের অভাব রয়েছে সেদেশে। যার ফলে দেখা দিতে চলেছে প্রবল খাদ্যাভাব। এমনটাই সতর্কবার্তা দিয়েছিল রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি দেশটির একনায়ক কিম জং উনের। বরং, ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল তাঁর ফৌজ। এমনিতেই উত্তর কোরিয়ার মুখ থুবড়ে পড়া অর্থনীতি ও খাদ্যসংকট বহুদিন ধরেই ভোগাচ্ছে সাধারণ মানুষকে। গত বছর অতিমারীর ধাক্কায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দেন কিম। ফলে চিনের সঙ্গে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। তারপরই ঘূর্ণিঝড় ও বন্যার প্রকোপে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার উপর চাপ তৈরি করতেই পরপর মিসাইল উৎক্ষেপণ করছে কিমের ফৌজ। উত্তর কোরিয়ার আণবিক অস্ত্র প্রকল্প নিয়ে বর্তমানে থমকে যাওয়া আলোচনা ফের চালু করতে চাইছেন একনায়ক কিম। এবং আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে কিছুটা সুবিধাজনক অবস্থান হাসিল করতেই ফের মিসাইল উৎক্ষেপণ করে শক্তিপ্রদর্শন করছেন তিনি।

[আরও পড়ুন: অন্য রূপে গ্রেটা থুনবার্গ, পরিবেশ সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে নাচ সুইডিশ কিশোরীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ