Advertisement
Advertisement
পাকিস্তানে পঙ্গপাল

পঙ্গপালের আক্রমণে নাস্তানাবুদ পাকিস্তান, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

গত বছর পঙ্গপালের বিরিয়ানি বানিয়ে খাওয়ার নিদান দিয়েছিল পাকিস্তানের এক মন্ত্রী।

Pakistan Declares National Emergency Over Locust Attack: Reports
Published by: Soumya Mukherjee
  • Posted:February 2, 2020 3:57 pm
  • Updated:February 2, 2020 3:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে ভারতকে বদনাম করার চেষ্টা করে কোনওবারই সফল হয় না পাকিস্তান। বরং বারবারই অপদস্থ হতে হয় তাদের। জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতার চেষ্টা করলে সার্জিক্যাল স্ট্রাইকের সম্মুখীন হতে হয়। তবে এবার ভারত নয়, পঙ্গপালের আক্রমণের জেরে নাস্তানাবুদ হয়ে পড়েছে ইমরানের সরকার।

পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে দেশব্যাপী জরুরি অবস্থা (National Emergency) জারি করা হয়েছে প্রশাসনের তরফে। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্ক: চিনে আটক পাকিস্তানি পড়ুয়াদের দেশে ফেরাবে না পাক-সরকার ]

 

Advertisement

বেশ কিছুদিন ধরেই পাকিস্তান অধিকৃত পাঞ্জাবের সিন্ধুপ্রদেশে বিভিন্ন চাষের জমিতে হামলা চালাচ্ছিল পঙ্গপালের দল। বর্তমানে সেখানকার সমস্ত জমির ফসল নষ্ট করে পাঞ্জাবের অন্য অংশে ছড়িয়ে পড়েছে। এর ফলে সেখানকার পরিস্থিতিও জটিল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান সরকার। তাই তড়িঘড়ি চারটি প্রদেশের মন্ত্রী ও আধিকারিকদের ডেকে জরুরি ভিত্তিতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তারপরই দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে।

[আরও পড়ুন: করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব, চিনে মৃতের সংখ্যা বেড়ে ২৫৮ ]

 

ওই বৈঠকে একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (NAP) তৈরি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, প্রাকৃতিক কারণে সৃষ্টি হওয়া এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য মোট ৭.৩ বিলিয়ন পাকিস্তানি টাকার প্রয়োজন রয়েছে। এই টাকা জোগাড়ের চেষ্টা করার পাশাপাশি সমস্ত আধিকারিকদের পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসেও পঙ্গপালের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছিল পাকিস্তান। সেসময় সিন্ধু, পাক অধিকৃত পাঞ্জাবের দক্ষিণ অংশ এবং খাইবার পাখতুনখোয়া এলাকার লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট করেছিল পঙ্গপালের দল। পরে সেই পঙ্গপালের দল ভারতের পাঞ্জাব ও হরিয়ানাতেও ঢুকে পড়ে। যার জেরে পাকিস্তানের সরকারকে হুমকি দিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দার সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ