Advertisement
Advertisement

Breaking News

যুদ্ধ করলে একঘরে হয়ে পড়বে ভারতই, তোপ পাকিস্তানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নয়, যুদ্ধ করলে আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতই৷ এমনকী ভারতের অর্থনীতিও বিপর্যস্ত হবে৷ এমনটাই মত পাকিস্তানের প্রশাসনিক মহলের৷ Advertisement পাকিস্তানের সংবাদপত্র ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের তরফে এক কূটনীতিক এই মতামত জানিয়েছেন৷ তাঁর মতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার যে বার্তা রটেছে তা ‘মিথ’ মাত্র৷ এর মধ্যে সত্যতা কিছু নেই৷ […]

Pakistan Diplomats say war will isolate India Globally
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 12:09 pm
  • Updated:September 26, 2016 12:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নয়, যুদ্ধ করলে আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতই৷ এমনকী ভারতের অর্থনীতিও বিপর্যস্ত হবে৷ এমনটাই মত পাকিস্তানের প্রশাসনিক মহলের৷

পাকিস্তানের সংবাদপত্র ডন-এ প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের তরফে এক কূটনীতিক এই মতামত জানিয়েছেন৷ তাঁর মতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার যে বার্তা রটেছে তা ‘মিথ’ মাত্র৷ এর মধ্যে সত্যতা কিছু নেই৷ বরং যুদ্ধ বাধলে একঘরে হবে ভারতই৷

Advertisement

উরি হামলার পর সারা দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য সরব হয়েছে৷ এমনকী ভারতীয় সেনাবাহিনীও তা দিতে উদগ্রীব৷ কিন্তু কূটনৈতিক পথে মোকাবিলা করার পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী৷ আন্তর্জাতিক মহলে চিন ও পাকিস্তানের সখ্য সুপরিচিত৷ মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করার বিল পেশ হয়েছে মাত্র৷ তা বাস্তবায়িত হওয়া এখনও বহু সময়ের বিষয়৷ এমনকী আদৌ তা হবে কি না, সে নিয়েও সন্দেহ আছে৷ রাশিয়ার অবস্থানেও ভারত ভরসা করতে পারে তা নয়৷ এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় যে হিতে বিপরীত হতে পারে তা আঁচ করেই অন্য পথে সমস্যা মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন৷  দেশের মানুষ যে ক্ষোভে ফুঁসছেন তা জানেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীর সেই রাগকে সম্মান জানিয়েও সরাসরি যুদ্ধের পথে এখনই হাঁটতে নারাজ তিনি৷ পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার পাশাপাশি, দেশের অর্থনীতিও যাতে মজবুত থাকে সে ভাবনাও থেকে যাচ্ছে৷ এই প্রসঙ্গগুলোই উঠে এসেছে পাকিস্তানি কূটনীতিকের কথাতেও৷ অনামা ওই ব্যক্তির মতে, পাকিস্তান কখনওই যুদ্ধ শুরু করতে চায় না৷ তবে ভারত যদি তা শুরু করে তবে চাপে পড়বে ভারতই৷ পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে একঘরে করার পরিবর্তে ভারতই যে তা হয়ে উঠবে, এমনটাই অভিমত পাকিস্তানের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ