সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পাকিস্তান! প্রয়োজনে তেল আভিভে পারমাণবিক হামলা চালাবে! মধ্যপ্রাচ্যের প্রলয়োল্লাস আবহে ইসলামাবাদ এমনই কথা দিয়েছে ‘বন্ধু’ ইরানকে। তেহরানের জোরালো দাবি ওড়াল পাকিস্তান। সাফ জানাল, নিজের নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিঘ্নিত না হলে আণবিক অস্ত্র ব্যবহার করবে না তারা। যদিও পাকিস্তানের ভোলবদলের নেপথ্যে আমেরিকার হাত দেখছে বিশ্ব কূটনৈতিক মহল।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের এক সেনা কমান্ডার তথা জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মহসিন রেজাই জানান, পাকিস্তান ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে। তেহরানকে সমর্থন করেছে। প্রয়োজনে ইরানের হয়ে পারমাণবিক যুদ্ধে নামবে ইসলামাবাদ। রেজাইয়ের কথায়, “পাকিস্তান আমাদের বলেছে, ইজরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায়, তাহলে ওরাও ইজরায়েলে আণবিক বোমা ফেলবে।” এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক স্তরে জলঘোলা হতে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝেই এক্স হ্যান্ডেলে বিবৃতি দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। সাফ জানান, ইসলামাবাদ এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি।
আসিফের এক্স হ্যান্ডেলের বিবৃতি অনুযায়ী, ‘আমাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দেশবাসীর কল্যাণ ও আত্মরক্ষার জন্য। জাতীয় শত্রুদের বিরুদ্ধে ব্যবহারের জন্য। ইজরায়েলের মতো প্রতিবেশীদের উপর আধিপত্যে বিস্তারের জন্য আণবিক অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান।’ পাশাপাশি ইজরায়েলের বাড়তে থাকা আণবিক অস্ত্রসম্ভার নিয়েও পশ্চিমী দুনিয়াকে সতর্ক করেছে তারা। ইসলামাবাদের বিবৃতির জেরে ইরান সংঘাতের আবহে কতটা নিঃসঙ্গ তা ফের একবার প্রমাণ হয়ে গেল।
প্রসঙ্গত, পরমাণু বোমা প্রায় হাতে পেয়ে যাচ্ছে ইরান, এই আশঙ্কায় গত শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আভিভ। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তার জেরে মৃত্যু হয় ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারান ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয় বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয় ইজরায়েলি হামলায়। এহেন পরিস্থিতিতে সাক্ষাৎকার দিতে গিয়ে রেজাই বলেছিলেন, “পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে, ইজরায়েল যদি পারমাণবিক মিসাইল ছোড়ে তাহলে পাকিস্তানও ইজরায়েলের উপর পারমাণবিক হামলা করবে।” তবে পাকিস্তানের তরফে প্রকাশ্যে এমন মন্তব্য করা হয়নি। এবার ইরানের দাবি নাকচ করে বিবৃতি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.