Advertisement
Advertisement
Plane

৩০০ ভারতীয়কে নিয়ে ফ্রান্সে ‘হঠাৎ অবতরণ’ বিমানের! ঘনাচ্ছে রহস্য

মানব পাচার রুখতেই এই পদক্ষেপ?

Plane with over 300 Indians on board grounded in France। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:December 22, 2023 9:20 pm
  • Updated:December 22, 2023 9:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০০ ভারতীয় যাত্রীকে নিয়ে নিকারাগুয়াগামী এক বিমানের হঠাৎই ফ্রান্সের মাটিতে নামার অভিযোগ। যান্ত্রিক ত্রুটির কারণে নামলেও মানব পাচার রুখতেই সেটিকে আটকায় প্রশাসন, এএফপি সূত্রে এমনই দাবি।

জানা যাচ্ছে, ফ্রান্সের (France) সংগঠিত অপরাধ-বিরোধী শাখা JUNALCO এই ঘটনার তদন্তভার হাতে পেয়েছে। রোমানিয়ার সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের এই এ৩৪০ বিমানটি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ছেড়েছিল। ভ্যাট্রি বিমানবন্দরে সেটি নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই বিমানটি রয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: BJP বিধায়কদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়, জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় রায় আদালতের]

বিমানবন্দরের রিসেপশন হলটিকে কার্যত যাত্রীদের ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে। সেখানে বিছানা ও অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে। এই যাত্রীদের ভারতে পাঠানো হবে কিনা তা এখনও জানা যায়নি। মোট ৩০৩ জন ভারতীয় বিমানটিতে ছিলেন।

Advertisement

ঠিক কী হয়েছিল? এদিন বিমানটি নেমে পড়ে ছোট্ট বিমানবন্দরটিতে। কারিগরি সমস্যার কারণেই এই অবতরণ বলে পুলিশকে জানানো হয়েছে। অজ্ঞাতপরিচয় সূত্রেই প্রশাসনের কাছে খবর পৌঁছেছিল বলে জানা যাচ্ছে। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধ ভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ‘মরার আগে শুধু তোমার গলা শুনতে চাই’, স্ত্রীকে ফোন করেই ‘আত্মঘাতী’ স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ