Advertisement
Advertisement

Breaking News

স্তন্যপান

এখানে এসব করা যাবে না! টেক্সাসের সৈকতেও মহিলাকে স্তনপানে বাধা

সন্তানকে খাওয়াতে আড়ালে কেন যেতে হবে? পালটা প্রশ্ন করেন মহিলা৷

Police asks the lady to stop breastfeed at the beach in Texas
Published by: Sucheta Sengupta
  • Posted:June 12, 2019 6:08 pm
  • Updated:June 12, 2019 6:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে স্তন্যপান নিয়ে বিশ্বজুড়ে আন্দোলন কম হয়নি৷ সম্প্রতি শহর কলকাতাও তার সাক্ষী৷ অভিজাত মলে স্তন্যদানের ঘর না থাকার বিষয়টি নিয়ে কম বিতর্ক তৈরি করেনি৷ কার্যত বাধ্য হয়েই তারপর মহিলাদের জন্য তৈরি হয়েছে স্তন্যদানের ঘর৷

[আরও পড়ুন : পাকিস্তানের আকাশ এড়াতে ঘুরপথে বিশকেক যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]

দেশে এনিয়ে নাক সিঁটকানো ব্যাপারটা কিছুটা কাটলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রথম বিশ্বের দেশে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে এখনও সমস্যা আছে৷ টেক্সাসের সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ৷ সেখানকার এক সৈকতে বসে ১০ মাসের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন বছর বত্রিশের মিসটি ডাউগেরিউস৷ অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁকে বলেন, এমন খোলামেলা অবস্থায় ওখানে বসে একাজ করা যাবে না৷ সন্তানকে লালনপালন করার জন্য আড়াল কেন প্রয়োজন হবে? পালটা এই প্রশ্ন করেন তিনি৷ তাতে কোনও সদুত্তর দিতে না পেরে নিরাপত্তারক্ষীরা বারবার তাঁকে রিসর্টের ভিতরে যাওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ৷

Advertisement

নিজের ৪ বছর এবং ১০ মাসের ছেলে, ভাইপোকে নিয়ে টেক্সাসের নেসলার পার্ক ফ্যামিলি অ্যাকোয়াটিক সেন্টারে বেড়াতে গিয়েছিলেন ডাউগেরিউস৷ সুইসমস্যুট পরে সৈকতে বসেছিলেন তিনি৷ বড় ছেলেরা খেলাধুলো করছিল, ছোট ছেলেটির খিদে পেয়েছিল৷ তাই তিনি ছেলেকে খাওয়াতে শুরু করেন৷ আর সেখানেই এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি৷ এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ ডাউগেরিউসের মতো বহু মহিলাই এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ ডাউগেরিউসের নিজের কথায়, ‘আশা করি, আমার ঘটনা থেকে সকলে আরও সজাগ হবেন৷ সন্তানকে স্তন্যপান করানো নারীর কাছে গর্বের বিষয়, লজ্জার নয়৷ তাহলে কেন আড়ালে যাব?’

Advertisement

[আরও পড়ুন : ‘মওকা মওকা’র পালটা, অভিনন্দনকে কটাক্ষ করে বিশ্বকাপের বিজ্ঞাপন পাকিস্তানের]

টেক্সাস পুলিশ অবশ্য বলছে অন্য কথা৷ বলা হচ্ছে, ওই মহিলাকে আড়ালে যেতে বলায় তিনিই নাকি ভয়ংকর রূপ ধারণ করেন৷ তাঁর শরীরের উর্ধ্বাংশ একেবারেই উন্মুক্ত ছিল, তাতে আপত্তি ছিল নিরাপত্তা রক্ষীদের৷ আর এখানেই উঠছে প্রশ্ন৷ আমেরিকার মতো দেশে স্তন্যপান নিয়ে কেন এমন একটা ট্যাবু?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ