Advertisement
Advertisement
Greece

‘চুরি’ করা প্রাচীন ভাস্কর্য ফেরত চাইবেন? ভয়েই গ্রিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এড়ালেন সুনাক!

দুই দেশের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক চাপানউতোর।

Rishi Sunak cancels meet with Greek PM। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 28, 2023 2:29 pm
  • Updated:November 28, 2023 2:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই আচমকা এভাবে বৈঠক বাতিল করে দেওয়ায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন মিৎসোতাকিস। কিন্তু কেন এমন করলেন সুনাক? গ্রিসের দাবি, এর পিছনে রয়েছে ব্রিটেনের কাছে থাকা প্রাচীন গ্রিক পার্থেনন ভাস্কর্য। যা নতুন করে গ্রিসের প্রধানমন্ত্রী দাবি করতে পারেন বলে অনুমান। আর সেই কারণেই নাকি বৈঠক এড়ালেন সুনাক!

মিৎসোতাকিস এক বিবৃতিতে জানিয়েছেন, ”ব্রিটিশ (UK) প্রধানমন্ত্রী আমাদের পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন কয়েক ঘণ্টা আগে। এব্যাপারে আমি আমার বিরক্তি প্রকাশ করছি। পার্থেনন ভাস্কর্য নিয়ে গ্রিসের অবস্থান সকলেরই জানা। আমার আশা ছিল ওঁর সঙ্গে এই বিষয়টি আলোচনা করার। যিনি নিজের সঠিক অবস্থান সম্পর্কে নিঃসংশয় তিনি কখনও বিতর্ককে ভয় পাবেন না।” উল্লেখ্য, ওই গ্রিক ভাস্কর্য আড়াই হাজার বছরের পুরনো। উনবিংশ শতাব্দীতে ব্রিটিশ কূটনীতিবিদ লর্ড এলগিন পার্থেনন মন্দির থেকে ওই ভাস্কর্যগুলি তুলে নিয়ে আসেন ব্রিটেনে।

Advertisement

[আরও পড়ুন: ১১ মাসে ২৮ বার! এবার কোটায় আত্মঘাতী বাংলার পড়ুয়া]

এদিকে ব্রিটেনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রিসের (Greece) সঙ্গে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটোতে আমরা একসঙ্গে কাজ করি। মধ্যপ্রাচ্যের সমস্যা, ইউক্রেন সমস্যার মতো বিষয়ে একসঙ্গে কাজও করেছি। ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর সঙ্গে চাইলে বৈঠক করতে পারেন গ্রিক প্রধানমন্ত্রী।’ এই প্রস্তাবে অবশ্য রাজি হননি মিৎসোতাকিস। সব মিলিয়ে দুই দেশের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক চাপানউতোর।

Advertisement

[আরও পড়ুন: গাজায় বাড়ল যুদ্ধবিরতির মেয়াদ, হামাসের কবল থেকে মুক্তি পাবেন আরও পণবন্দি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ