Advertisement
Advertisement
PM Modi

যুদ্ধে মধ্যস্থতা করতে পারে ভারতই! লোকসভার পর ‘শান্তির দূত’ মোদিকে আমন্ত্রণ পুতিন-জেলেনস্কির

বৃহস্পতিবার দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গেই ফোনে কথা বলেন মোদি।

Russia and Ukraine president invited PM Modi after Lok Sabha

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 20, 2024 9:05 pm
  • Updated:March 20, 2024 9:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতই পারে শান্তি ফেরাতে। তাই লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আমন্ত্রণ জানাল রাশিয়া ও ইউক্রেন। বুধবারই রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মোদি। সূত্রের খবর, ফোনেই মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দুই রাষ্ট্রনেতা।

সোমবার ফলপ্রকাশ হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের। বিপুল ভোটে জয়লাভ করেন পুতিন (Vladimir Putin)। ওইদিনই এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। বুধবার রুশ রাষ্ট্রনেতাকে ফোন করলেন তিনি। আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়েও পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদি। বৈঠক ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে আগ্রহী ভারত, আরও একবার সেই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। আগামিদিনেও নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে চান মোদি ও পুতিন।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের ‘চিনা’ বন্দরে বালোচ হামলা, পালটা মারে নিকেশ দুই বিদ্রোহী]

রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরেই ইউক্রেনের প্রেসিডেন্টের (Volodymyr Zelenskyy) সঙ্গেও কথা বলেন মোদি। দুবছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভারত আগ্রহী, সেই বিষয়টি জেলেনস্কির কাছে তুলে ধরেন মোদি। সূত্রের খবর, ভার‍ত যেভাবে ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন জেলেনস্কি। আলাপ আলোচনার মাধ্যমে যেন দ্রুত যুদ্ধ মেটানো যায়, সেই নিয়েই কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

Advertisement

সূত্রের খবর, ফোনে কথা বলার সময় মোদিকে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন পুতিন এবং জেলেনস্কি দুজনেই। আসন্ন লোকসভা নির্বাচন শেষ হলেই যেন ইউক্রেন ও রাশিয়া সফরে যান প্রধানমন্ত্রী, সেই প্রস্তাব দিয়েছেন যুযুধান দুই দেশের রাষ্ট্রপ্রধান। প্রসঙ্গত, ২০১৮ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। তার পরে একাধিক বিদেশ সফরে গেলেও রাশিয়ায় যাননি প্রধানমন্ত্রী। ‘শান্তির দূত’ ভারতের প্রতিনিধি হয়ে তিনি কি যাবেন যুদ্ধবিধ্বস্ত দুই দেশে?

[আরও পড়ুন: আমেরিকায় ফের অপহৃত ভারতীয় ছাত্র! কিডনি বেচার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি ড্রাগ মাফিয়াদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ