Advertisement
Advertisement
Salman Rushdie

‘মতপ্রকাশের স্বাধীনতা বিপণ্ণ পশ্চিমে’, হামলার পরে প্রথম প্রকাশ্য ভাষণে স্বমহিমায় রুশদি

গত আগস্টে ছুরিকাহত হন 'দ্য স্যাটানিক ভার্সেসে’র লেখক।

Salman Rushdie jabs West over freedom of expression। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 17, 2023 12:09 pm
  • Updated:May 17, 2023 12:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন রুশদির (Salman Rushdie) ছুরিকাহত হওয়ার খবরে শিউরে উঠেছিল বিশ্ব। সমস্ত উদ্বেগ দূর করে সুস্থ হয়ে উঠেছেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’, ‘মিডনাইট’স চিলড্রেনে’র লেখক। দীর্ঘ ৯ মাস পরে তাঁকে কোনও বিষয়ে কথা বলতে দেখা গেল। পশ্চিমে যেভাবে মতপ্রকাশের স্বাধীনতা ঝুঁকির মুখে পড়েছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডসের জন্য এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন রুশদি।

ঠিক কী বলেছেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা এমন এক সময়ে বেঁচে আছি, আমার মতে, যখন মতপ্রকাশের স্বাধীনতা, প্রকাশ করার স্বাধীনতা আমার জীবৎকালে পশ্চিমী দেশগুলিতে সবচেয়ে বড় বিপদের মুখে পড়েছে। আমি এখন আমেরিকায় রয়েছি। আর দেখতে পাচ্ছি পাঠাগার কিংবা শিশুদের স্কুলের বইয়ের উপরে কীভাবে হামলা হচ্ছে। এই যে পাঠাগারের উপরে হামলার আইডিয়া, এটা কিন্তু সত্য়িই উদ্বেগজনক। আমাদের সকলকে সচেতন হতে হবে। আর এই বিরুদ্ধে লড়াই করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ঋণের ভারে জর্জরিত নামী গয়না বিক্রেতা সংস্থা, বোঝা কমাতে বিমান বিক্রির সিদ্ধান্ত]

উল্লেখ্য, গত আগস্টে নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে গিয়েছিলেন রুশদি। সেই সময় ঠিক ছিল সেখানে ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের উপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে কথা বলবেন সঞ্চালক হেনরি রিস ৷ আলোচনা হওয়ার কথা ছিল আগামী বছর প্রকাশ্যে আসতে চলা রুশদির উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’ নিয়েও। কিন্তু সে সব অধরাই থেকে যায়। মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। এই অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারে। এরপর থেকে দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালেই ছিলেন রুশদি। হামলায় হারাতে হয়েছে একটি চোখ। সেই শারীরিক প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে ফের স্বমহিমায় রুশদি। গর্জে উঠলেন মতপ্রকাশের স্বাধীনতার বিপণ্ণতা নিয়ে।

Advertisement

[আরও পড়ুন: নেপালে দুর্ঘনাগ্রস্ত ভারতীয় পর্বতারোহী, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন গৌতম আদানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ