Advertisement
Advertisement
Saudi Arabia

৭০ বছর পর সৌদি আরবে খুলছে মদের দোকান! কেন উঠছে নিষেধাজ্ঞা?

সৌদি আরবের রাজধানী রিয়াধে দোকানটি খুলবে।

Saudi Arabia to open first alcohol store after 70 years। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 25, 2024 3:51 pm
  • Updated:January 25, 2024 3:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৭০ বছর পর সৌদি আরবে খুলছে প্রথম মদের দোকান। অ-মুসলিম কূটনীতিকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, মদের দোকান খোলা নিয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে বুধবার। 

রয়টার্স সূত্রে খবর, সৌদি আরবের রাজধানী রিয়াধের কূটনৈতিক আবাসনে নতুন মদের দোকানটি খোলা হবে। ওখানেই কূটনীতিকরা থাকেন। তাঁরাই সম্ভাব্য গ্রাহক। নির্দেশিকা অনুযায়ী খদ্দেরদের প্রথমে মোবাইল অ্যাপের মাধ্যমে বিদেশমন্ত্রকে নাম নথিভুক্ত করতে হবে। মন্ত্রকের তরফে একটি ক্লিয়ারেন্স কোড দেওয়া হবে। ২১ বছরের নিচে কাউকে এই ছাড়পত্র দেওয়া হবে না। প্রত্যেকের জন্য মাসিক একটি কোটা থাকবে। সেই অনুযায়ী সকলকে মদ কিনতে হবে। তবে অ-মুসলিম প্রবাসী বা বিদেশি পর্যটকরা এই সুবিধা পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

[আরও পড়ুন: দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীলঙ্কার জলসম্পদ মন্ত্রী]

বলে রাখা ভালো, সৌদি আরবে সুরাপানের বিরুদ্ধে কঠোর আইন লাগু আছে। মদ খাওয়ার অভিযোগে জরিমানা, জেলার সাজা ও নির্বাসনে পাঠানোর নিয়ম আছে। এমনকী একই অপরাধে শাস্তিস্বরূপ প্রবাসীদেরও নির্বাসন দেওয়ার নিয়ম আছে। যদিও এখনও পর্যন্ত মদের দোকান খোলা নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Advertisement

উল্লেখ্য, ১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদ খাওয়ার বিরুদ্ধে আইন জারি করা হয়েছে। জানা যায়, সেসময় তৎকালীন রাজা আবদুলআজিজের এক পুত্র মদ্যপ অবস্থায় একজন ব্রিটিশ কূটনীতিককে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় রাজপুত্রকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এর পরের বছর থেকে আবদুলআজিজ মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দেন। ফলে প্রায় ৭০ বছর পর সৌদি আরবের বর্তমান রাজা সলমনের রাজত্বে এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, বর্তমানে  সৌদি আরবের রাশ সলমনের বকলমে তাঁর পুত্র তথা যুবরাজ মহম্মদ বিন সলমনের হাতে। দেশে পর্যটন তথা আধুনিক সময়ের দাবি মেনে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে একাধিক সংস্কার শুরু করেছেন তিনি।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ