Advertisement
Advertisement
Sri Lanka

দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীলঙ্কার জলসম্পদ মন্ত্রী

দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

Sri Lankan state minister killed in road accident। Sangbad Pratidin

মৃত্যু হয়েছে শ্রীলঙ্কার জলসম্পদ মন্ত্রী সনৎ নিশান্তের

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 25, 2024 1:24 pm
  • Updated:January 25, 2024 1:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীলঙ্কার জলসম্পদ মন্ত্রী সনৎ নিশান্ত (৪৯)। মৃত্যু হয়েছে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিকেরও। গুরুতর আহত হয়েছেন মন্ত্রীর গাড়ির চালক। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। দ্বীপরাষ্ট্রটির একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবে পরিচিত ছিলেন নিশান্ত।   

সংবাদ সংস্থা জিনহুয়া সূত্রে খবর, স্থানীয় সময় রাত ২টো নাগাদ শ্রীলঙ্কার কলম্বো-কাতুনায়েকে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। এদিন কাতুনায়েকের থেকে কলম্বোর দিকে যাচ্ছিলেন সনৎ নিশান্ত। পুলিশ জানিয়েছে, সেই সময় একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁর জিপের। ঘটনার পর জলসম্পদ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু হয়েছে তাঁর নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশকর্মীরও। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে গাড়ির চালকেরও। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

Advertisement

[আরও পড়ুন: নিজের দেশেই বিপাকে মুইজ্জু! কেন চাপে মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট?]

বলে রাখা ভালো, শ্রীলঙ্কার একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন সনৎ নিশান্ত। ২০১৫ ও ২০২০ সালে পুত্তালাম কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। এর পর মৃত্যুর আগে ২০২৪ সাল পর্যন্ত নিজের মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। নিশান্ত ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স এবং পরে শ্রীলঙ্কা পোডুজানা পেরামুনার দলের সদস্য হয়েছিলেন।  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ