Advertisement
Advertisement

করোনায় আক্রান্ত হয়ে রাজপরিবারে প্রথম মৃত্যু, প্রয়াত স্পেনের রাজকন্যা

স্পেনে করোনার বলি হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।

Spanish Princess becomes world's first royal to die from coronavirus
Published by: Bishakha Pal
  • Posted:March 28, 2020 9:03 pm
  • Updated:March 28, 2020 9:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার থাবা এবার স্পেনের রাজপরিবারে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন স্পেনের রাজকন্যা মারিয়া টেরেসা। বিশ্বে তিনিই প্রথম কোনও রাজপরিবারের সদস্য, করোনায় আক্রান্ত হয়ে যাঁর জীবনাবসান হল।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস করোনা। স্পেনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। স্পেনের অবস্থা এই মুহূর্তে ভয়াবহ। দেশে ইতিমধ্যে করোনার বলি হয়েছেন ৫ হাজার ৬৯০ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭২ হাজার। ভেঙে পড়েছে স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সুরক্ষা ও সতর্কতা সত্ত্বেও করোনা ঢুকে পড়ে রাজবাড়ির অন্দরে। আক্রান্ত হন বছর ছিয়াশির স্প্যানিশ রাজকন্যা মারিয়া টেরেসা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। লড়ছিলেন মৃত্যুর সঙ্গে। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ভাই প্রিন্স সিক্সটাস হেনরি রাজকন্যার মৃত্যুর খবর জানিয়েছেন।

Advertisement

spanish-princess-1

Advertisement

রাজকন্যা মারিয়া টেরেসা ছিলেন বারবন-পার্মা রাজপরিবারের সদস্য। ১৯৩৩ সালে তিনি জন্মেছিলেন ফ্রান্সের প্যারিসে। জীবনের বেশিরভাগ সময়টাই তিনি মাদ্রিদে কাটিয়েছেন। স্পেনের রাজনৈতিক আন্দোলন নিয়ে একসময় বহু লেখালেখি করেছেন তিনি।

[ আরও পড়ুন: সুস্থতার পর নতুন করে হচ্ছে সংক্রমণ! চরিত্র বদলে আরও বিপজ্জনক হচ্ছে করোনা ]

স্পেনের পাশাপাশি ব্রিটিশ রাজপরিবারেও থাবা বসিয়েছে করোনা। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস। রাজপরিবারের মুখপাত্র জানান, গত কয়েকদিন ধরে বাড়ি থেকেই কাজকর্ম করছিলেন প্রিন্স। করোনার সামান্য উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু শরীর মোটামুটি সুস্থই ছিল। তবে পরীক্ষার পর তাঁর শরীরে ভাইরাসের সন্ধান পাওয়া যায়। আপাতত স্কটল্যান্ডে সেল্‌ফ আইসোলেশনে রয়েছেন চার্লস এবং তাঁর স্ত্রী তথা ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা। তাঁর স্ত্রীয়ের শরীরে যদিও করোনার জীবাণু পাওয়া যায়নি। 

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগেই বাকিংহাম প্যালেস থেকে রানি এলিজাবেথকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল উইন্ডসর ক্যাসেলে। কিন্তু সেখানেও বিপন্মুক্ত থাকতে পারেননি তিনি। ক্যাসেলের এক কর্মীর শরীরে COVID-19 জীবাণু মেলায় রানিকে সেখান থেকেও স্থানান্তরিত করা হয়। তিনি অবশ্য সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এমনকী তিনি নিজেই স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

[ আরও পড়ুন: ‘করোনা চ্যালেঞ্জ’ নিয়ে কমোড চাটাই কাল! মারণ ভাইরাসে আক্রান্ত টিকটক স্টার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ