Advertisement
Advertisement
Suella Braverman

ইংলিশ চ্যানেল দিয়ে অপরাধীরা ঢুকছে, ‘ভারত বিদ্বেষী’ সুয়েলার মন্তব্যে বিতর্ক

উদ্বাস্তুদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য, দাবি বিরোধীদের।

Suella Braverman under fire over UK migrant ‘invasion’ claim | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 1, 2022 7:10 pm
  • Updated:November 1, 2022 7:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত হয়েও ‘ভারত বিদ্বেষী’ তিনি। ঋষি সুনক (Rishi Sunak) মন্ত্রীসভার অন্যতম সদস্য সুয়েলা ব্রেভারম্যানকে (Suella Braverman) নিয়ে নয়া বিতর্ক। দেশের উদ্বাস্তু সমস্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধীদের তোপের মুখে পড়লেন তিনি। সুয়েলা মন্তব্য করেন, “অবৈধ অনুপ্রবেশ (Illegal Migration) নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইংলিশ চ্যানেল দিয়ে ছোট বটে যাঁরা ইংল্যান্ডে ঢুকে পড়ছেন তাঁদের অনেকেই অপরাধী। এদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে দেশের বেশ কিছু অংশ।” নেত্রীর এহেন মন্তব্য পছন্দ হয়নি বিরোধীদের। উদবাস্তু নেতারাও সুয়েলার ভাষা ব্যবহারের বিরোধিতা করেছেন।

গত সপ্তাহে দেশের উপকূল এলাকার এক অভিভাসন কেন্দ্রে পেট্রল বোমা হামলা হয়। সেই প্রসঙ্গ তুলে হাউজ অফ কমনসে (House of Commons) বোমা ফাটান সুয়েলা। বলেন, “শুধুমাত্র চলতি বছরে দক্ষিণ উপকূলে ৪০ হাজার মানুষ অনুপ্রবেশ করেছে। এদের মধ্যে কেউ কেউ অপরাধী চক্রের সদস্য। তাই আসুন আমরা ভান করা বন্ধ করি যে এরা সবাই দুর্দশাগ্রস্ত সাধারণ উদ্বাস্তু। গোটা দেশ জানে এটা সত্যি নয়। শুধুমাত্র বিরোধী দলের সদস্যরা ভান করেন।”

Advertisement

[আরও পড়ুন: নতুন ঋণের আবদার? দু’দিনের চিন সফরে পাক প্রধানমন্ত্রী]

ইংল্যান্ডের সংসদে ভবনে দাঁড়িয়ে সুয়েলা ব্রেভারম্যানের এমন মন্তব্যেই বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্যের বিরোধিতায় সরব হয়েছে বিরোধী দল ও উদবাস্তু নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রকে সুয়েলার সহকারী অভিভাসন মন্ত্রী রবার্ট জেনরিক সাফাই দেন, “সাধারণ মানুষের সামনে অবৈধ অনুপ্রবেশের বাস্তব চিত্রটা তুলে ধরতে চেয়েছেন সুয়েলা।” রবার্ট আরও বলেন, “আমরা যে পেশায় আছি, এখানে সঠিক শব্দচয়ন জরুরি। কিন্তু দেশের মানুষকে সুরক্ষিত সুস্থ জীবন দেওয়ার থেকে সরে আসতে পারি না।”

বিরোধী লেবার পার্টির দাবি, উস্কানিমূলক ভাষা ব্যবহার করেছেন সুলেহা। এক বিরোধী নেতার বক্তব্য, “যে ভাষায় সুলেহা কথা বলেছেন তা প্রধানমন্ত্রী ঋষি সুনকের জনগনের প্রতি ‘সহানুভূতিশীল’ মনোভাবের দাবিকে কার্যত উপহাস করে।” তিনি আরও যোগ করেন, “কোনও স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সাধারণ মানুষকে নিরাপদে রাখতে চান, জাতীয় নিরাপত্তার কথা ভাবেন, তিনি কখনই এমন ভাষায় কথা বলতে পারেন না।” অনুপ্রবেশকারীদের যে ভাষায় আক্রমণ করেছেন সুলেহা, তার নিন্দা করেছে ইউকে রিফিউজি কাউন্সিল (UK Refugee Council)।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ