Advertisement
Advertisement
Hezbollah

গাজার পাশাপাশি উত্তপ্ত লেবানন সীমান্ত, হেজবোল্লার হাতে খুন ইজরায়েলি অফিসার

হেজবোল্লাকে মদত দিচ্ছে ইরান!

Top Israeli army official killed by Lebanese Hezbollah on Lebanon border। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 10, 2023 2:02 pm
  • Updated:November 10, 2023 2:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাসের আক্রমণে আগেই রক্তাক্ত হয়েছে ইজরায়েল। তাদের দোসর হয়ে লেবানন থেকে আক্রমণ শুরু করেছে শিয়া জঙ্গি সংগঠন হেজবোল্লা। ইরানের মদতপুষ্ট এই জেহাদিদের হামলায় মৃত্যু হল ইজরায়েলের এক শীর্ষ সেনা আধিকারিকের।

তেল আভিভের দৈনিক সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ সূত্রে খবর, রবিবার রাতে লেবানন (Lebanon) সীমান্তে ইজরায়েলি সেনার সঙ্গে তীব্র লড়াই হয় হেজবোল্লা গোষ্ঠীর। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে হামলায় মৃত্যু হয় এক ইজরায়েলি সেনা আধিকারিকের। সোমবার এই ঘটনার কথা বিবৃতি দিয়ে জানায় ইহুদি দেশটির সেনা। এই হামলার দায় স্বীকার করেছে হেজবোল্লা (Hezbollah)। লেবাননের এই শিয়া জঙ্গি সংগঠনটি জানিয়েছে, সীমান্ত লাগোয়া ইজরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। দক্ষিণ লেবাননে ইজরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই ছিল এই হামলা। 

Advertisement

[আরও পড়ুন: গাজায় কি উপনিবেশ স্থাপনের পথে ইজরায়েল? অবস্থান স্পষ্ট করলেন ‘যুদ্ধবাজ’ নেতানিয়াহু]

উল্লেখ্য, গাজায় (Gaza) উত্তপ্ত হয়ে আছে ইজরায়েল-লেবানন সীমান্তও। হেজবোল্লার সঙ্গে লড়াই চলছে ইজরায়েলি ফৌজের। গত ৭ অক্টোবর ইজরায়লের (Israel) বুকে বেনজির হামলায় চালায় প্যালেস্তিনীয় (Palestine) জঙ্গি সংগঠন হামাস। রয়টার্স সূত্রে খবর মিলেছিল, সুন্নি এই জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে লেবাননের হেজবোল্লা। 

Advertisement

এদিকে, হামাসের সঙ্গে লড়াইয়ে হেজবোল্লাকে না জড়ানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেনার সঙ্গে আলোচনা করার পর নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি হেজবোল্লা এই যুদ্ধে শামিল হয় তাহলে দ্বিতীয় লেবানন যুদ্ধের জন্ম হবে। ফলে এটা তাদের সবচেয়ে বড় ভুল হবে। আমরা সমস্ত শক্তি দিয়ে হেজবোল্লা সংগঠনকে আক্রমণ করব। যার ফলাফল তারা কল্পনাও করতে পারবে না। আর এই আক্রমণ শুধু তাদের জন্য নয় লেবাননের জন্যও ধ্বংসাত্মক হবে।” ফলে যতদিন যাচ্ছে তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই।

[আরও পড়ুন: Lashkar E Taiba: জঙ্গিদের গোষ্ঠীদ্বন্দ্ব, পাকিস্তানে নিকেশ ভারতবিরোধী লস্কর কমান্ডার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ