Advertisement
Advertisement
Russia-Ukraine war

থামছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের সঙ্গে বৈঠকে আংশিক যুদ্ধবিরতিতে সায় পুতিনের!

আমেরিকার দাবি, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতিতে সায় দিয়েছেন পুতিন।

Trump, Putin agreed Russia-Ukraine war needs to end with a lasting peace
Published by: Subhajit Mandal
  • Posted:March 18, 2025 11:37 pm
  • Updated:March 18, 2025 11:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে থামতে চলেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাপের পর বিবৃতি দিয়ে এমনটাই দাবি করল হোয়াইট হাউস। আমেরিকার দাবি, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতিতে সায় দিয়েছেন পুতিন। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তিনিও সহমত পোষণ করেছেন যে, এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়ে স্থায়ীভাবে শান্তি ফেরা উচিত।

মঙ্গলবার যুদ্ধবিরতি নিয়ে প্রায় ঘণ্টা দুয়েক ফোনে পুতিনের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। হোয়াইট হাউসের দেওয়া বিবৃতি অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর আপাতত পরিকাঠামো এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এই পদক্ষেপের ফলে পুরোপুরি যুদ্ধবিরতি না হলেও এটিকে শান্তি ফেরার লক্ষ্যে প্রাথমিক ধাপ বলা যেতেই পারে। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, আগামী এক মাস পরিকাঠামো এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে যুদ্ধবিরতি চালিয়ে পরিস্থিতি দেখে নিতে চায় মস্কো। তারপর পূর্ণরূপে জল-স্থল এবং আকাশপথে যুদ্ধ বন্ধের পথে হাঁটতে পারে রাশিয়া।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন এবং ট্রাম্প সহমত যে রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়া দুদেশেরই অপুরণীয় ক্ষতি হয়েছে। যে পরিমাণ শক্তি এবং প্রাণের অপচয় হয়েছে তা মানবজাতির কল্যাণে ব্যবহার করা যেত। যদিও এখনই পূর্ণরূপে যুদ্ধবিরামে রাজি নয় রাশিয়া। পুতিন ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় দ্রুত মধ্যপ্রাচ্যে ইউক্রেনের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে আমেরিকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement