BREAKING NEWS

১২ চৈত্র  ১৪২৯  সোমবার ২৭ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ম্যাঞ্চেস্টারের পর এবার ইন্দোনেশিয়া, জোড়া বিস্ফোরণে মৃত ৩

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 25, 2017 3:56 am|    Updated: May 25, 2017 4:43 am

Twin blasts hit Indonesia, 3 people killed

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কব্রিটেনের পর এবার ইন্দোনেশিয়া৷  জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা৷ বুধবার রাতে এই বিস্ফোরণ হয় জাকার্তার এক ব্যস্ত বাস টার্মিনালে৷ ঘটনায় তিন জনের মৃত্যুর খবর মিলেছে৷ আহত আরও অনেকে৷

[মোবাইলে মনুয়ার আপত্তিজনক সেলফির জন্যই কি খুন অনুপম?]

জানা গিয়েছে, বুধবার রাত ন’টা নাগাদ এই  বিস্ফোরণ হয় ওই ব্যস্ত টার্মিনালে৷  সে সময় সাধারণত প্রচুর মানুষ থাকেন ওই টার্মিনালে৷ অনেকেই ঘরে ফেরেন দিনের শেষে৷ পরপর দু’টি বিস্ফোরণ হয়৷ প্রায় পাশাপাশি স্থানে৷ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

পূর্ব জাকার্তার পুলিশপ্রধান অ্যান্ড্রি উইবো জানিয়েছেন, ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় মানুষ৷ সকলকে নিরপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে৷ যা ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখে মনে হচ্ছে বেশ বড়সর বিস্ফোরণই হয়েছে৷ তবে কেন বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

[একবছরে দ্বিগুণ হকার বেড়েছে শিয়ালদহে, ভোগান্তি নিত্যযাত্রীদের]

গত মঙ্গলবারই আমেরিকার তারকা শিল্পী এরিয়ানা গ্রান্দের কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে৷ মর্মান্তিক সেই ঘটনায় প্রায় ২২ জন প্রাণ হারিয়েছেন৷ আহত ৫০ জনেরও বেশি৷ যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে অন্তত একুশ হাজার দর্শক সমাগমের ব্যবস্থা ছিল। পপ তারকার অনুষ্ঠানে অল্পবয়সিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই ঘটনাকে ‘ভয়ঙ্কর জঙ্গি হামলা’ বলে ব্যক্ত করেছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঘটনার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি গোষ্ঠী। গ্রেপ্তার করা হয়েছে একাধিক সন্দেহভাজনকে। প্রসঙ্গত, ২০১৬ সালেও ইন্দোনেশিয়ার রাজধানীতে হামলার দায় স্বীকার করেছিল আইএস গোষ্ঠীই।

[‘ঘর’ করতে অরাজি স্ত্রী কাটল স্বামীর যৌনাঙ্গ!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে