৫ চৈত্র  ১৪২৯  সোমবার ২০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

পরিবেশ রক্ষায় অসাধারণ উদ্যোগ নিয়েছে ভারত, প্রশংসা রাষ্ট্রসংঘের মহাসচিবের

Published by: Soumya Mukherjee |    Posted: September 21, 2019 2:51 pm|    Updated: September 21, 2019 2:52 pm

UN praises India for climate action, says Modi govt making fantastic efforts

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ রক্ষায় ভারতের উদ্যোগ প্রশংসার যোগ্য। বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। ভারতের ভূয়সী করে একথাই
জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সৌর উদ্যোগে ভারতের নেতৃত্ব ও রাষ্ট্রসংঘকে ভারত যে ১৯৩টি সোলার প্যানেল দিয়েছে তা অত্যন্ত কার্যকরী বলে উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক প্রচেষ্টাকেও কুর্নিশ করেছেন।

[আরও পড়ুন: নিশানায় ‘হাউডি মোদি’ জনসভা, অশান্তির ছক পাক মদতপুষ্ট সংগঠনগুলির]

পরিবেশ রক্ষায় ভারতের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সৌর বিদ্যুতের প্রসারের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়েছে ভারতে। তাদের কাছে প্রচুর পরিমাণ কয়লাও আছে। আর এই বিষয়টি নিয়ে আমরা
আলোচনাও করেছি। পরিবেশ রক্ষা ও স্বচ্ছ ভারত তৈরির জন্য মোদি প্রচুর অভিনব উদ্যোগ নিয়েছেন। তা সত্যিই প্রশংসনীয়। আমরা বিশ্বাস ও আশা করি যে ভারতের এই মনোভাব ও প্রগতিশীল কর্মক্ষমতা বিশ্বের পরিবেশ
রক্ষার আন্দোলনে গভীর প্রভাব ফেলবে।’

আগামী ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেমব্লি চেম্বারে পরিবেশ রক্ষা সংক্রান্ত বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হব। সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি হিলদা হেইন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডারনের সঙ্গে বক্তব্য রাখার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। শুক্রবার সেই বিষয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, ‘পরিবেশ রক্ষার আন্দোলনে ভারত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যুৎ তৈরির জন্য কয়লা ব্যবহার করার পাশাপাশি পুর্ননবীকরণ যোগ্য শক্তি ও সৌর বিদ্যুতের ব্যবহারও বাড়াচ্ছে। তাই আসন্ন বৈঠকে তাদের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পাশাপাশি ভারতে বিদ্যুত তৈরি করতে পরমাণু শক্তির ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুবই পরিশ্রম করছেন। এই বিষয়ে তাঁর সঙ্গে আমার বিস্তারিত কথাও হয়েছে। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিক প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। এটা এমনই একটি বিষয় যে আমরা শ্রদ্ধা জানাতে বাধ্য।’

[আরও পড়ুন: চাঁদের মাটিতে নামল শীতল রাত, বিক্রমের সঙ্গে যোগাযোগের সব আশা শেষ]

প্রসঙ্গত উল্লেখ্য, পরিবেশ রক্ষার জন্য আন্তরিকতা প্রকাশ করতে রাষ্ট্রসংঘে ৫০ কিলোওয়াটের একটি সোলার পার্ক তৈরি করে দিয়েছে ভারত। আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ নির্বাচন উপলক্ষে জেনেভা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে রাষ্ট্রসংঘের বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করার পাশাপাশি  ‘গান্ধী সোলার পার্ক’ নামে ওই  পার্কটির উদ্বোধনও করবেন তিনি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে