BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ধর্ষণও রণকৌশল! রুশ সেনাকে ভায়াগ্রা দিচ্ছে মস্কো, অভিযোগ রাষ্ট্রসংঘের 

Published by: Kishore Ghosh |    Posted: October 17, 2022 11:59 am|    Updated: October 17, 2022 12:09 pm

United Nations Claims that Rape Is Part Of Russia’s Military Strategy in Ukraine | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধকালে সাধারণ ইউক্রেনীয়দের ধর্ষণ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে রুশ সেনাদের (Russian Army)। এই উদ্দেশে পুতিনের সৈন্যদের মাদক (Drugs), ভায়াগ্রা (Viagra) সরবরাহ করা হচ্ছে। রাষ্ট্রসংঘের (United Nations) এক কর্তা এমনই দাবি করেছেন। 

রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন দাবি করেছেন, রুশ সরকার তাদের সৈন্যদের মাদক সরবরাহ করছে। রুশ সৈন্যদের ভায়াগ্রা দেওয়া হচ্ছে। ‘সামরিক কৌশলের’ অংশ হিসাবেই অসামরিক ইউক্রেনীয় নাগরিকদের যৌন নির্যাতন, ধর্ষণ করা হচ্ছে। তিনি বলেছেন, “মহিলারা ভায়াগ্রা নেওয়া রুশ সৈন্যদের সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। স্পষ্টতই এটা একটা সামরিক কৌশল।”

আরও পড়ুন: চিৎকারের ‘শাস্তি’, উত্তরপ্রদেশে ইটের আঘাতে সারমেয়কে খুন করে গ্রেপ্তার যুবক

প্যাটেন জানিয়েছেন, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাষ্ট্রসংঘ শতাধিক ধর্ষণ এবং যৌন হিংসার ঘটনা নথিভুক্ত করেছে। যৌন হিংসার শিকার শুধু মহিলারাই নন, বহু সংখ্যক পুরুষও এর শিকার হয়েছেন। যে কয়েকটি ঘটনার কথা নথিভুক্ত করা হয়েছে, তা হিমশৈলের চূড়ামাত্র। তাঁর মতে ইউক্রেনে যৌন নিপীড়নের শিকার হওয়া মানুষের সঠিক সংখ্যা হয়তো কখনও জানা যাবে না। তিনি বলেছেন, “পরিসংখ্যান কখনওই বাস্তব চিত্রকে প্রতিফলিত করবে না। কারণ, যৌন হিংসা নীরব অপরাধ। অনেকেই এই ধরনের অপরাধের কথা জানান না।”

আরও পড়ুন: কুড়ি বছর পর ফের নির্বাচন কংগ্রেসে, সভাপতির লড়াইয়ে খাড়গে বনাম থারুর]

এদিকে, ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধের আবহে রুশবাহিনীর উপর ‘জঙ্গি’ হামলা হয়েছে। অতর্কিত হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে হামলাকারী ২ জনকেও খতম করা হয়েছে। মৃতদের নাগরিকত্ব এখও জানা যায়নি। রুশ বাহিনীর প্রশিক্ষণ শিবিরে এই হামলা ভাবাচ্ছে পুতিন প্রশাসনকে।

অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে বিনা মূল্যে ইন্টারনেট সেবা দিতে পারবেন না বলার এক দিন পরই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক (Elon Musk) ঘুরে দাঁড়ালেন। জানালেন তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে ইন্টারনেট (Internate) সেবা চালিয়ে যাবে। এক টুইট বার্তায় মাস্ক বলেন, ‘‘যদিও স্টারলিংক এখনও অর্থ হারাচ্ছে এবং অন্যান্য কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে। এরপরও ইউক্রেন সরকারকে বিনামূল্যে ইন্টারনেটে অর্থায়ন করতে থাকব।’’

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে