Advertisement
Advertisement
লাস ভেগাস

আমেরিকার লাস ভেগাসের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ৬

এই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন আরও ১৩ জন।

United States: 6 killed, 13 injured in apartment fire in Las Vegas

ঘটনাস্থলের ছবি

Published by: Soumya Mukherjee
  • Posted:December 22, 2019 4:05 pm
  • Updated:December 22, 2019 4:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি তিনতলা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ছ’জন। গুরুতর জখম হয়েছেন আরও ১৩ জন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার লাস ভেগাসে ডাউনটাউন এলাকায়। দমকল দপ্তরের পক্ষ থেকে তদন্ত শুরু করা হলেও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে লাস ভেগাসের কোনও আবাসনে এতবড় অগ্নিকাণ্ড ঘটেনি বলে জানা গিয়েছে।

লাস ভেগাসের দমকল বিভাগ সূত্রে খবর, আমেরিকার স্থানীয় সময় শনিবার রাতে লাস ভেগাসের ডাউনটাউন এলাকায় থাকা আ্যালপাইন মোটেল অ্যাপার্টমেন্টে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়েই তিনতলা ওই আবাসনে পৌঁছে যান দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন: হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত পোস্টের জের, অধ্যাপকের মৃত্যুদণ্ডের নির্দেশ পাকিস্তানের আদালতে]

 

Advertisement

সেখানে গিয়ে তাঁরা দেখেন, ওই আবাসনের অনেক বাসিন্দা আতঙ্কে জানলা ধরে ঝুলছেন। কয়েকজন আবার ওই আবাসন থেকে ঝাঁপ দিয়ে নিচে লাফিয়ে পড়ে গুরুতর জখম হন। বহুক্ষণের চেষ্টার পরে উদ্ধারকারী দলের সদস্যরা ওই আবাসন থেকে সবাইকে বের করে নিয়ে আসতে সক্ষম হন। তখন দেখা যায়, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন কমপক্ষে ১৩ জন। তাঁদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনতলা ওই আবাসনের নিচের তলায় কোনওভাবে আগুন লেগে যায়। আস্তে আস্তে তা পুরো বিল্ডিংটাকে গ্রাস করে নেয়। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এই দুর্ঘটনার জন্য ৩০ থেকে ৩৫ জন মানুষ ঘরছাড়া হয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ