Advertisement
Advertisement

Breaking News

US Solar Eclipse

সূর্যগ্রহণের সময়ে ঈশ্বরের আদেশ! আমেরিকার পথে এলোপাথাড়ি গুলিবৃষ্টি মহিলার

গুলি লেগে আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।

US Woman started shooting allegedly followed God's order during solar Eclipse

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:April 9, 2024 8:46 am
  • Updated:April 9, 2024 8:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যগ্রহণের (Solar Eclipse) সময়ে ঈশ্বর আদেশ দিয়েছেন। তাই হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়লে পথে। এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে এগিয়ে চললেন পথ ধরে। অন্তত দুজনকে লক্ষ্য করে গুলি চালিয়েও দিলেন। ফ্লোরিডার (Florida) এক মহিলার আচরণে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তবে গুলিবৃষ্টি শেষ হওয়ার পরে আটক করা হয়েছে ওই মহিলাকে।

সোমবার অর্থাৎ ৮ এপ্রিল বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল। টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢাকা ছিল সূর্য। এতটা সময় ধরে গ্রহণ গত ৫০ বছরেও হয়নি। এই সময়কালের জন্যই এই গ্রহণকে বিরলতম বলেছেন বিজ্ঞানীরা। স্বাভাবিকভাবেই এই সূর্যগ্রহণ নিয়ে সকলের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। বিশেষত আমেরিকার (USA) আমজনতার মধ্যে প্রবল উৎসাহ ছিল এই গ্রহণের সাক্ষী হওয়ার জন্য।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীর প্রসঙ্গে সৌদিতেও পানি পেল না পাকিস্তান, শাহবাজকে কী বার্তা মোদির ‘ভাই’ যুবরাজ সলমনের

কিন্তু গ্রহণ শেষ হওয়ার পরেই বিপত্তি। ফ্লোরিডার একটি হোটেল থেকে চেক আউট করেন টেলন সেলেস্টাইন নামে এক মহিলা। বেরনোর সময়ে ২২ বছর বয়সি ওই মহিলা হোটেলের কর্মীদের জানান, “গ্রহণের সময়ে ঈশ্বর আদেশ দিয়েছেন। তাই আমি গুলি করতে বেরচ্ছি।” এই কথা বলেই গাড়ি আর হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েন। হাইওয়েতে ওঠার পর মাত্র ৮ কিলোমিটার এগিয়েই একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালান। ফলে গাড়ির কাঁচ ভেঙে গিয়ে গুলি লাগে ওই গাড়ির চালকের হাতে। খানিকটা এগিয়ে আরও একটি গাড়িতে একইভাবে গুলি চালান টেলন। ওই গাড়ির চালকের গলায় গুলি লাগে। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

প্রায় ২৬ কিলোমিটার পথ এইভাবে গুলি করতে করতে গাড়ি চালিয়েছেন টেলন। অবশেষে তাঁর নাগাল পায় সড়ক পুলিশ। টেলনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে একটি রাইফেল এবং একটি হ্যান্ডগান মিলেছে। খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ওই মহিলার কাছে কী করে এত অস্ত্র এল, সেই নিয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

[আরও পড়ুন: বিষাক্ত ক্ষীর খেয়ে অসুস্থ হাফিজ সইদ! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মুম্বই হামলার মূলচক্রী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ