Advertisement
Advertisement
USA Israel

এখনই যুদ্ধ বন্ধ করুন, নাহলে অবস্থান পালটাবে আমেরিকা, ‘বন্ধু’ নেতানিয়াহুকে হুঁশিয়ারি বাইডেনের

আধঘণ্টা ফোনে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।

USA stern warning to Israel on immediate ceasefire

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 5, 2024 9:59 am
  • Updated:April 5, 2024 9:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই যুদ্ধবিরতি করতে হবে গাজায় (Gaza), ইজরায়েলকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আমেরিকা। যুদ্ধবিরতি না হলে ইজরায়েলের (Israel) প্রতি নিজেদের অবস্থান বদলে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজার আমজনতার মৃত্যু আটকাতে অবিলম্বে পদক্ষেপ করতে হবে বলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ছ’মাস ধরে গাজায় ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছে। প্রথমদিকে ইজরায়েলের পাশে থাকলেও ধীরে ধীরে অবস্থান বদলের পথে হাঁটছে ওয়াশিংটন। কয়েকদিন আগেই রাষ্ট্রসংঘে ইজরায়েলের বিরুদ্ধে প্রস্তাবে ভেটো দেয়নি আমেরিকা (USA)। একাধিকবার ইজরায়েলকে বার্তা দেওয়া হয়েছে, গাজার আমজনতার উপরে হামলা বন্ধ করতে হবে। তবে ‘বন্ধু’ আমেরিকার কথা কার্যত উড়িয়ে দিয়ে হামাসকে উচ্ছেদের অভিযানে অটল নেতানিয়াহু।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি হঠাও, বিজেপিকে আর সুযোগ নয়’, ভোটপ্রচারে হুঙ্কার কমল হাসান

এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। প্রায় আধঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। ওয়াশিংটনের বিবৃতিতে বলা হয়, “ইজরায়েলকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আমজনতার ক্ষয়ক্ষতি বন্ধ ও ত্রাণকর্মীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে। আমেরিকার এই বার্তার পরে তেল আভিভ কী পদক্ষেপ করে, সেটা খতিয়ে দেখবেন মার্কিন আধিকারিকরা। তার পরেই গাজা নিয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করবে আমেরিকা।” তবে ওয়াশিংটনের আশা, এই বার্তার পরে দ্রুত পদক্ষেপ করবে ইজরায়েল।

Advertisement

তবে বাইডেনের এই হুঁশিয়ারি না মানলে নেতানিয়াহুর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই নিয়ে কিছু বলেনি আমেরিকা। উল্লেখ্য,গত শনিবার সন্ধ্যাতে গাজার যুদ্ধ নিয়ে আলোচনায় বসেছিল ইজরায়েল ও হামাস। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে পরিষ্কার কোনও ইঙ্গিত মেলেনি। এখনও ইজরায়েলি ও বিদেশি মিলিয়ে গাজায় পণবন্দি অন্তত ১৩৪ জন। এহেন পরিস্থিতিতে কি বাইডেনের পরামর্শ মেনে যুদ্ধবিরতির পথে হাঁটবেন নেতানিয়াহু?

[আরও পড়ুন: জেল থেকে সরকার চালাতে সমস্যা, সপ্তাহে অন্তত পাঁচবার ‘বৈঠকে’র অনুমতি চাইলেন কেজরি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ