Advertisement
Advertisement

Breaking News

White House

হোয়াইট হাউসের গেট ভেঙে ঢুকল গাড়ি, বাইডেন-নিবাসে বিপদঘণ্টা!

প্রশ্ন উঠছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তা নিয়ে।

Vehicle crashes into gate of White House on Monday night। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 9, 2024 9:27 am
  • Updated:January 9, 2024 4:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিবাসে বিপদঘণ্টা! সোমবার হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে সেটি। কিন্তু বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের অফিসাররা। অভিযুক্ত চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে বাইডেনের বাসভবনের নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, স্থানীয় সময় মোতাবেক ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ। হঠাৎই হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে কিছুদূর এগিয়ে যায় সেটি। এই বিষয়ে সিক্রেট সার্ভিসের মুখ্য জনসংযোগ আধিকারিক অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, “আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। কী কারণে গেটে এই সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।” জানা গিয়েছে, ওই সময় বাসভবনে ছিলেন না বাইডেন। হোয়াইট হাউসের এই ঘটনার জেরে ১৫ স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে যানজটের সৃষ্টি হয়।  

Advertisement
 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ