Advertisement
Advertisement
Biden Diwali

‘দিয়া’ জ্বালিয়ে অন্ধকার বিনাশের বার্তা, হোয়াইট হাউসে হইহই করে দিওয়ালি পালন বাইডেন-কমলার

হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে বড় দিওয়ালি পালিত হল এবার।

White House celebrates biggest diwali festival ever in USA | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 25, 2022 9:19 am
  • Updated:October 25, 2022 1:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির দিয়া জ্বলল হোয়াইট হাউসে। সোমবার ধুমধাম করে হোয়াইট হাউসে দিওয়ালি পালন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তাঁর সঙ্গে ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন দিওয়ালি পালনের অনুষ্ঠানে। জানা যাচ্ছে, হোয়াইট হাউসে সবচেয়ে বড় করে দিওয়ালির উৎসব পালন করা হয়েছে সোমবার। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে দিওয়ালি পালন হলেও প্রথমবার এত ধুমধাম সহকার উদযাপন করা হল।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, “গোটা বিশ্ব জুড়ে প্রায় একশো কোটি মানুষ আজ দিওয়ালি উদযাপন করছেন। মন্দকে পরাজিত করে উত্তমের জয় পালন করতে প্রদীপ জ্বালিয়েছেন সকলে। দিওয়ালির দিনে অজ্ঞানতা আর অন্ধকারের বিনাশ ঘটে। জয়ী হয় আলো আর জ্ঞান।” ভারতীয় বংশোদ্ভূত কমলা আরও বলেছেন, “দিওয়ালির দিনে জগতের সমস্ত আলোকিত বিষয়গুলির দিকে আমাদের নজর দেওয়া উচিত। অশুভ শক্তি যতই আমাদের হিংসার দিকে ঠেলে দিক না কেন, আমরা যেন শুভবুদ্ধির আলো সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি।”

[আরও পড়ুন: Cyclone Sitrang: মাঝরাতেই বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় সিত্রাং, অন্তত ১০ জনের মৃত্যু]

প্রায় ২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউসের (White House) দিওয়ালি (Diwali) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় নাচ গানে মেতে উঠেছিলেন হোয়াইট হাউসে উপস্থিত সকলেই। বলিউডের গানে নাচ আর ভারতীয় সেতারবাদক ঋষভ শর্মার সুরের মূর্ছনায় দিওয়ালির সন্ধ্যা অন্য মাত্রা পেয়েছিল। ভারতীয় পোশাকেই সেজে উঠেছিলেন এদিনের অতিথিরা। অনুষ্ঠানের শেষে ভারতীয় খাবারের ব্যবস্থা করা হয়েছিল অতিথিদের জন্য। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ ভবনে দিওয়ালির অনুষ্ঠান পালন করতে পেরে যারপরনাই খুশি হয়েছেন ভারতীয় আমেরিকানরা।

অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্টও। কোভিড পরবর্তী সময়ে আমেরিকাকে এগিয়ে নিয়ে যেতে ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির ভূমিকা অনস্বীকার্য, এমনটাই মত বাইডেনের। তিনি বলেছেন, “সকলের জন্য সমান ভাবে কাজ করে মার্কিন অর্থনীতি। আর সেই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দক্ষিণ এশীয় গোষ্ঠী।” প্রসঙ্গত, কিছুদিন আগেই নিউ ইয়র্ক প্রশাসনের তরফে জানানো হয়েছিল, দিওয়ালি উপলক্ষে ছুটি দেওয়া হবে সমস্ত স্কুলে। আগামী বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে।

[আরও পড়ুন: বৃষ্টিই কাঁটা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার, ফিরে এল ৩০ বছর আগের স্মৃতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ