Advertisement
Advertisement

Breaking News

বাবার হত্যার বদলার নেবই, শপথ লাদেন-পুত্র হামজার

বাবার মতো হামজাও সন্ত্রাদের আদর্শে উদ্বুদ্ধ৷

will avenge father's death, roars Osama bin Laden's son Hamza
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 13, 2017 3:01 pm
  • Updated:May 13, 2017 3:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার বিরুদ্ধে চরম আঘাত হানতে ওসামা বিন লাদেনের পুত্র হামজা বৃহত্তম আল কায়দাকে নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে৷ তার কয়েকটি চিঠি থেকে পাওয়া এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন আলি সৌফান নামের এক প্রাক্তন এফবিআই এজেন্ট৷ ২০১১-য় পাকিস্তানের অ্যাবোটাবাদে নাটকীয়ভাবে হামলা চালিয়ে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে নিকেশ করে মার্কিন নেভি সিল টিম৷ সেই সময় হামজার বয়স ২২ বছর৷

সেই সময় লাদেন পুত্রের লেখা একটি চিঠি সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা প্রকাশ্যে এনেছে। সেই চিঠিতে সে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে বলে উল্লেখ করেছে। হামজা তার বাবাকে উদ্দেশ্য করে চিঠিতে লিখেছে, “প্রত্যেকটা হাসি, যা তুমি আমাকে উপহার দিয়েছ, প্রত্যেকটা কথা যা তুমি আমাকে বলেছ, সব মনে আছে। আল্লাহর নামে আমি জেহাদের পথ বেছে নিচ্ছি।” লাদেনের গোপন ডেরায় হেলিকপ্টার অভিযান চালিয়ে আল কায়দা প্রধানকে হত্যা করে মার্কিন বাহিনী৷ সেই হামলার অন্যতম সদস্য ছিলেন এই আলি সৌফান৷ সেই সময় ওসামার বাড়ি থেকে বেশ কিছু চিঠি-নথি উদ্ধার হয়৷ সেই সব চিঠির মধ্যেই ছিল হামজার এই চিঠি৷ এই চিঠি থেকেই স্পষ্ট, বাবার মতো হামজাও সন্ত্রাদের আদর্শে উদ্বুদ্ধ৷

Advertisement

এর আগে হামজাকে আল-কায়েদার একাধিক ভিডিওতে দেখা গিয়েছে। শেষবার ২০১৫-য় এক অডিও বার্তায় লন্ডন, ওয়াশিংটন, প্যারিসে জঙ্গি হামলার হুমকি দিতে শোনা গিয়েছে তাকে। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন গোয়েন্দারা হামজাকে ‘স্পেশ্যালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট’ হিসাবে চিহ্নিত করে৷ আলি আরও বলেন, চিঠিতে হামজা তার বাবার মতোই কথা বলছে। লাদেনকে নিকেশের সময় হামজা ঘটনাস্থলে ছিল না৷ আমেরিকার জন্য বাবাকে আর কোনওদিন দেখতে পাব না, এ কথা উল্লেখ করে নিজের চিঠিতে হামজার লিখেছে, “আমেরিকার জনগণ আমরা আসছি। তোমরা সেটা অনুভব করবে। তোমরা আমার বাবার সঙ্গে, ইরাকে, আফগানিস্তানে যা করেছ তার প্রতিশোধ আমরা নেবই।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ