Advertisement
Advertisement
Elon Musk

Elon Musk Coca Cola: এবার কোকা কোলার সংস্থা কিনে নেবেন এলন মাস্ক? ধনকুবেরের টুইটে জল্পনা তুঙ্গে

হঠাৎ কেন এমন চর্চা?

Will Elon Musk buy Coca Cola | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 28, 2022 2:11 pm
  • Updated:April 28, 2022 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারের (Twitter) পর এবার কোকা কোলার দিকে নজর মার্কিন ধনকুবের এলন মাস্কের (Elon Musk)। নরম পানীয়র সংস্থা কিনে নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। সঙ্গে জানালেন, কোকা কোলায় ফের কোকেন মেশাবেন। স্বাভাবিকভাবেই ধনকুবেরের এমন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী লিখেছেন মার্কিন ধনকুবের? টুইটার হ্যান্ডেলে মাস্ক লেখেন, “এর পর আমি কোকা কোলা কিনব। কোকা কোলায় (Coca Cola) কোকেন মেশাব।” নেটিজেনদের একাংশ বিষয়টিকে নিছক মজা হিসেবে দেখছেন। তবে নেটিজেনদের আরেকটি অংশ ব্যাপারটিকে মোটেও মজা হিসেবে দেখতে রাজি নন। কারণ, ২০১৭ সালে মজা করেই এলন টুইটারের দাম জানতে চেয়েছিলেন। তখন তাঁকে নিয়ে ঠাট্টা করেছিল নেটিজেনরা। এর ঠিক ৫ বছরের মাথায় মোটা অংকের বিনিময়ে টুইটার কিনে নিলেন মাস্ক। কোকা কোলার ক্ষেত্রেও তেমন হবে না তো, উঠছে প্রশ্ন। যদিও নরম পানীয় সংস্থার দাম এলন মাস্কের বর্তমান সম্পত্তির কয়েক গুণ।

Advertisement

 

[আরও পড়ুন: রাজ্যবাসীকে সুখবর শোনাল হাওয়া অফিস, জেনে নিন কবে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা]

ধনকুবের এলন মাস্ক (Elon Musk) আর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের (Twitter) ধারাবাহিক থ্রিলার! দুমদাম বাঁক নিচ্ছিল কাহিনি। কিছুদিন আগে আচমকা টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন আমেরিকান ধনকুবের মাস্ক। এরপর গোটা টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দেন তিনি। এলনের ভাষায়- ‘অন্তিম এবং সেরা অফার’।

টুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ ডলার (ভারতীয় মুদ্রায় ৪১১৫ টাকা) দিতে রাজি হন মাস্ক। ফলে গোটা টুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটি টাকারও বেশি। সেই সময়েই প্রশ্ন উঠছিল, টুইটার কি মাস্কের প্রস্তাব গ্রহণ করবে? সংবাদ সংস্থা সূত্রে খবর, মাস্কের প্রস্তাব গ্রহণ করেছে টুইটার। আর সোমবার রাতেই জানা গেল ৪৩ বিলিয়নের বদলে টুইটারের মালিক হতে চলেছেন মাস্ক।

[আরও পড়ুন: মাথায় ঝুলছে দুর্নীতির খাঁড়া, টাকা নয়ছয়ের মামলায় বিপাকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement