Advertisement
Advertisement
Maldives

নতুন প্রেসিডেন্ট হয়েই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ঘোষণা চিনপন্থী মুইজ্জুর

মুইজ্জুর জয়ের পর 'সিঁদুরে মেঘ' দেখছে ভারত।

'Will send back foreign troops': Maldives' proposed move to impact India। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 4, 2023 10:20 am
  • Updated:October 4, 2023 10:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদ্বীপের (Maldives) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মহম্মদ মুইজ্জু। বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের এই প্রার্থী চিনপন্থী। তাই তিনি মসনদে বসলে ভারতকে নিশানা করতে পারতেন এই আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। জেতার পরই মুইজ্জু সাফ জানালেন, দেশের মাটি থেকে বিদেশি সেনাদের সরাবেন। তিনি কারও নাম না করলেও তিনি যে নয়াদিল্লির উদ্দেশেই একথা বলছেন তা স্পষ্ট।

মুইজ্জুকে বলতে শোনা গিয়েছে, ”আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে। এবং নিশ্চিত ভাবেই এটা করা হবে।” সেই সঙ্গেই নাম না করে ভারতের প্রতি তাঁর হুঁশিয়ারি, ”সামরিক বাহিনীগুলি চায় না তাদের ফেরত পাঠানো হোক। কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘জাতিগত জনগণনার ফলাফল প্রকাশ হোক’, কর্নাটকের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি কংগ্রেস নেতার]

উল্লেখ্য, প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে জাহাজ চলাচলের ক্ষেত্রে মালদ্বীপের অবস্থান কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রভাব বজায় রাখতে বদ্ধপরিকর নয়াদিল্লি। একই ভাবে চিনও (China) চায় এই দ্বীপপুঞ্জে নিজেদের প্রভাব বাড়াতে। এই পরিস্থিতিতে ভারতপন্থী মহম্মদ সলির পরাজয় ও চিনপন্থী মুইজ্জুর জয়ের পর ‘সিঁদুরে মেঘ’ দেখছে ভারত।

Advertisement

ইতিমধ্যেই মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন মোদি (PM Modi)। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন মহম্মদ মুইজ্জাকে। মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সার্বিক সহযোগিতা বৃদ্ধিতে ভারত এখনও প্রতিশ্রুতিবদ্ধ।’

[আরও পড়ুন: এশিয়াডে তিরন্দাজিতে এল সোনা, পদক জয়ের নিরিখে ইতিহাস গড়ল ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ