আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বৃহস্পতি, মিথুনে বক্রী মঙ্গল, কন্যায় চন্দ্র ও কেতু, কুম্ভে রবি, শনি ও বুধ, মীনে শুক্র ও রাহু। রাশিফল জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
এই সপ্তাহে ধনভাব অতিশয় শুভ। ব্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে কাঙ্ক্ষিত পদ পেতে পারেন। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। এই সময়-লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অন্যের প্ররোচনায় বাবা-মার সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের এই সময় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আপনার রক্ষণশীল মনোভাবের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। পিতার শরীর এই সময় খুব ভালো যাবে না।
কর্মক্ষেত্রে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যা স্ত্রীর প্রচেষ্টায় দূর হতে পারে। প্রবাসে বসবাসকারী সন্তানের আগমনে সংসারে খুশির হাওয়া। ক্ষুদ্র ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। সপ্তাহের মধ্যভাগে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় ফসলের দাম ভালোই পাবেন। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফল্যের জন্য সুনাম-বৃদ্ধি ঘটবে। জাতকের বন্ধুভাগ্য মোটামুটি ভালো। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
বিগত সপ্তাহগুলির ন্যায় এই সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। ব্যবসায় উদাসীনতার জন্য অবনতি দেখা দিতে পারে। নববিবাহিতদের দাম্পত্য জীবনে-মাধুর্য থাকবে। ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক চাপে থাকতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন্য গৃহনির্মাণে বাধা পড়তে পারে। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সামাজিক কাজের মাধ্যমে আপনার যশ ও মান বৃদ্ধি পাবে। বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা অনেকাংশে লাঘব হবে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন।
বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা ভালো কাজের সন্ধান পাবেন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পেশাগত জীবনে বহু উন্নতি করবেন। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ। পত্নীভাগ্যে এই সময় ধনলাভের আশা অমূলক নয়। পত্নীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাবে, এই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। স্ত্রীর প্রচেষ্টায় ভ্রাতা-ভগিনীদের সঙ্গে মতবিরোধ দূর হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সম্ভাবনা উজ্জ্বল।
কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর উপরে করবেন না। ব্যবসায় বিনিয়োগের আগে ভালো করে চিন্তাভাবনা করে নেওয়া উচিত। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিকে কাজে মন দিতে পারেন। নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। কর্মজীবনে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিজের কাছে রাখুন। এই সময় চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ ও কর্মপ্রাপ্তি। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। এই সময় পেটের গোলমাল ও সর্দি-কাশিতে কষ্ট পেতে পারেন।
সপ্তাহের প্রথমদিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক-জাতিকাদের অর্থভাগ্য অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। ছোট সন্তানের জন্য এখন থেকে পরিকল্পনা তৈরি করুন। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। বন্ধু-বান্ধবকে উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। পারিবারিক কারণে বাসস্থান বদলের যোগ আছে। নতুন যানবাহন কেনার জন্য ঋণ-মঞ্জুর হয়ে যাবে। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি শুভ। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বহুদূর অবধি গড়াতে পারে। স্ত্রীর কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারোর সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না।
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পিতা-মাতার থেকে দূরে থাকলেও তাঁদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। নতুন গৃহনির্মাণের জন্য ঋণের ব্যবস্থা হয়ে যাবে। সংসারে বেহাসাবি খরচের ফলে পরিবারে অশান্তি। পশুপালন ও মৎস্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। সম্পত্তি রক্ষার ব্যাপারে ভাইবোনদের সঙ্গে আলাপ-আলোচনা সেরে নিন। অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন। সপ্তাহের শেষে ভোগ-বিলাসিতার জন্য অর্থের টান দিতে পারে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ।
সপ্তাহটি অত্যন্ত সতর্কভাবে কাটানোর চেষ্টা করুন। কতিপয় জাতক-জাতিকার আর্থিক অনটনের জন্য পড়াশোনায় বাধা। মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। গৃহে কোনও অনুষ্ঠানের জন্য খরচ বাড়ার আশঙ্কা। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অকারণে কারও সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হোন। যে কোনও সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। অনৈতিক উপায়ে অর্থ রোজগারের চেষ্টা করবেন না। লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। স্ত্রীর শৌখিনতার জন্য খরচ বাড়বে। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পাবে।
এই সপ্তাহ চাকরির ক্ষেত্রে শুভদায়ক হলেও ব্যবসার ক্ষেত্রে একাধিক সংকট দেখা দেওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। নিজের ও পরিবারের খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের নিজ দলে উচ্চপদ পেতে পারেন। ব্যাবসায়ীরা মুনাফা বাড়ানোর জন্য অল্পবিস্তর ঝুঁকি নিতে পারেন। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। মধ্যবয়স্ক জাতক-জাতিকারা উচ্চচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না।
সপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। কারও প্ররোচনায় না জেনে শুনে কোনও বিনিয়োগ করবেন না। পরিবারে ছোটখাটো ভুল-ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দে দিন কাটাবার চেষ্টা করুন। বয়স্ক জাতক-জাতিকারা সমাজসেবার মাধ্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। সপ্তাহের মধ্যভাগে ব্যয়যোগ বৃদ্ধি পেলেও সঞ্চয়ের দিক ঠিকই থাকবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। নতুন গৃহনির্মাণের জন্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার।
এই রাশির জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। সপ্তাহের মধ্যভাগে ব্যয়যোগ বৃদ্ধি পেলেও সঞ্চয়ের দিক ঠিকই থাকবে। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করুন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের কাজের উপযুক্ত মূল্য পাবেন। ব্যবসায়ীদের এই সময় মোটা অঙ্কের ঋণ না নেওয়াই উচিত। গুরুজনদের স্বাস্থ্যের অবনতি হবার সম্ভাবনা। বিলাসিতা করলেও পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন। বয়স্কদের সামাজিক কাজে লিপ্ত থাকার জন্য সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। অপরিচিত ব্যক্তির পরামর্শে কোনও অর্থ বিনিয়োগ না করাই ভালো।
ভালো-মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে। কর্মক্ষেত্রে সমস্যা এই সময় কিছুটা লাঘব হবে। স্ত্রীর কর্মস্থানে গন্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। কর্মে পদোন্নতি, তবে আর্থিক উন্নতি এই সময় খুব একটা ভালো হবে না। ব্যবসায়ীদের অতিরিক্ত ঋণের জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। ছোটখাটো সমস্যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সন্তানের পড়শোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। মায়ের স্বাস্থে্যর অবনতির জন্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যা মেটাবার জন্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুর সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.