BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

১৯-২৫ ফেব্রুয়ারির Horoscope: বৃষ রাশির জাতকদের পদোন্নতির যোগ, আপনার কেমন যাবে সপ্তাহটি?

Published by: Paramita Paul |    Posted: February 19, 2023 11:00 am|    Updated: February 19, 2023 11:00 am

Here is your weekly Horoscope for 19-25 February | Sangbad Pratidin

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে ব‌্যবসার কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। কর্মক্ষেত্রে কারও সমালোচনায় না যাওয়াই ভাল। এতে অশান্তি দেখা দিতে পারে। সন্তানের অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। পরিবারে কারও ব‌্যবহারের জন্যে অশান্তি দেখা দিতে পারে।

বৃষ

taurusকর্মক্ষেত্রে বাড়তি চাপ থাকবে। তবে পদোন্নতির যোগও লক্ষ‌ করা যায়। ব‌্যবসায় নতুন যোগাযোগ সৃষ্টি হবে। স্ত্রীর শৌখিনতার জন‌্য খরচ বাড়বে। পেটের সমস‌্যার থেকে সাবধানে থাকুন। এই সময় গুরুপাক ও উত্তেজক পানীয় বর্জন করাই শ্রেয়। প্রেমের ব‌্যাপারে মনোমালিন‌্য দেখা দিতে পারে। বন্ধুকে অর্থসাহায‌্য করতে গিয়ে সংসারে অশান্তি।

মিথুন

jemini জাতকদের ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। তবে অতিরিক্ত খরচের জন‌্য আর্থিক চাপ থাকবে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পেতে পারে। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার মান ও যশ বৃদ্ধি পেলেও কতিপয় ব‌্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করতে পারে। নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে। পথে-ঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

কর্কট

cancerসপ্তাহটি উত্থানপতনের মধ্য দিয়ে চলবে। নব-বিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। ব‌্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জনে বাধা। বিনোদন-জগতের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রীদের বিশেষ কোনও সুযোগ অাসবে। যাঁরা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত এই সপ্তাহে তাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

সিংহ

leoএই সপ্তাহ চাকরির পক্ষে শুভদায়ক হলেও ব‌্যবসার ক্ষেত্রে একাধিক সংকট দেখা দেওয়ার সম্ভাবনা। বয়স্কদের উচ্চরক্তচাপ ও শর্করাজনিত রোগের সমস‌্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের ভাল ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। পরিবারকে নিয়ে বেড়াতে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন।

কন্যা

virgoকর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। নিজের ও পরিবারের খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অযথা ঋণের বোঝা বাড়াবেন না। কোনও সন্তান বা পত্নীর স্বাস্থ‌্য সম্পর্কে সাবধানতা প্রয়োজন। ছোটখাটো শারীরিক সমস‌্যায়ও অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। রাজনৈতিক ব‌্যক্তিত্বরা তাঁদের নিজ দলে উচ্চপদ পেতে পারেন।

তুলা

leo সপ্তাহের শুরুতে বিভিন্ন কারণে কর্মক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। কর্মপ্রার্থীরা নতুন কিছু করার চেষ্টা করুন। পারিবারিক সমস‌্যার সমাধানের জন‌্য নিজেদের মধ্যে আলোচনা করুন। ব‌্যবসায়ীরা মুনাফা বাড়ানোর জন‌্য অল্পবিস্তর ঝুঁকি নিতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যার জন‌্য অস্থিরতা বৃদ্ধি। নিজের স্বাস্থ্যে প্রতি যত্নবান হোন।

বৃশ্চিক

scorpioবন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন। এই সময় তাদের সঙ্গে বিবাদের যোগ দেখতে পাওয়া যায়। কোনও প্রভাবশালী ব‌্যক্তির সান্নিধ্য থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। ছোট ভাই-বোনদের প্রতি কর্তব‌্য পালন করলেও তাদের কাছ থেকে ভাল ব‌্যবহার পাবেন না। ব‌্যবসায় নিজের উদাসীনতার জন‌্য ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

ধনু

saggetariusকর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। ব‌্যবসায়ীরা নতুন ব‌্যবসায় বিনিয়োগ করতে পারেন। নিজের ও পরিবারের বিলাসিতার জন‌্য অতিরিক্ত ব‌্যয়ের ফলে সঞ্চয়ে কোপ পড়তে পারে। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা থাকলেও আগামিদিনে তা কেটে যাবে। সপ্তাহের শেষে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে।

মকর

capricornবয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল‌্য দূর করার জন‌্য ঈশ্বরের অারাধনা করুন। সন্তানের স্বাস্থ্যে ব‌্যাপারে সতর্ক থাকুন। ব‌্যবসায়ীরা এই সময় তাঁদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। অবিবাহিতরা কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না।

কুম্ভ

aquariusসপ্তাহটিতে কুম্ভ রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে ও আর্থিক ব‌্যাপারে উন্নতির যোগ লক্ষ‌ করতে পারবেন। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। পিতার স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। পারিবারিক সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধের জন‌্য গৃহত‌্যাগ করতে হতে পারে।

মীন

piscesসপ্তাহের শুরুতে নতুন যানবাহন কিনলেও তা চালানোর সময় সতর্কতা বাঞ্ছনীয়। অন‌্যথায় দুর্ঘটনার কবলে পড়লে পারেন। নিজের উদাসীনতার জন‌্য কর্মক্ষেত্রে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সপ্তাহের শেষে চাকরিস্থানে ভাল খবর আশা করতে পারেন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে