Advertisement
Advertisement

Breaking News

চিকিৎসকদের হাতযশ, ব্রেন স্ট্রোকের প্রভাব কাটিয়ে সুস্থ ১০২ বছরের বৃদ্ধ

বেঙ্গালুরুর রামস্বামীকে নিয়ে উৎসবে মেতেছে গোটা পরিবার।

102 year old man survives stroke in Bengaluru
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 2, 2018 2:08 pm
  • Updated:August 2, 2018 2:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসকদের হাতযশ ও ভাগ্যদেবী সহায়। ব্রেন স্ট্রোকের প্রভাব কাটিয়ে সুস্থ জীবনে ফিরলেন ১০২ বছরের বৃদ্ধ রামস্বামী। ফের হাঁটাচলা করতে পেরে কর্তব্যরত চিকিৎসক ও পরিজনদের ধন্যবাদ দিতে ভোলেননি রামস্বামী। ঘটনাটি বেঙ্গালুরুর।

[বাড়ির অমতে বিয়ের শাস্তি, নবদম্পতিকে বিবস্ত্র করে খাওয়ানো হল প্রস্রাব]

জানা গিয়েছে, মাইল্ড স্ট্রোক হয়েছে বুঝতে পারেননি বৃদ্ধ রামস্বামী। তবে তিনি না বুঝলেও শরীর কিন্তু জানান দিয়েছিল। আচমকাই বাঁ হাত ও পায়ের কর্মক্ষমতা হারাচ্ছিলেন বৃদ্ধ। ভেবেছিলেন বয়সের কারণে কোনওরকম দুর্বলতা শরীরে বাসা বেঁধেছে। পরিবারের সদস্যরা কিন্তু বিষয়টিকে হালকাভাবে নেননি। তড়িঘড়ি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে রামস্বামীকে হাসপাতালে ভরতি করেন পরিজনরা। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন বৃদ্ধের একটা মাইল্ড স্ট্রোক হয়েছে। তার জেরেই আংশিক প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তিনি। এভাবে চলতে থাকলে খুব শিগগির তাঁর শরীরের একাংশ পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে। কিন্তু ১০২ বছর বয়সী রোগীর উপরে স্ট্রোকের প্রভাব দূর করতে হলে অস্ত্রোপচার জরুরি। রোগীর বয়স চিন্তায় ফেলে দেয় চিকিৎসকদের। এই বয়সে এতবড় অস্ত্রোপচারের ভার কি তিনি সইতে পারবেন? তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। তবে পিছু হটেননি রামস্বামী। অস্ত্রোপচারে সম্মতি দিলে নির্বিঘ্নেই সব মিটে যায়। এই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের পর তিনদিন বেঙ্গালুরুর নারায়ণা মিউনিসিপ্যালিটি হাসপাতালে কাটিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে যান কুমারস্বামী।

Advertisement

এই প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক ডক্টর দীপক এন বলেন, বৃদ্ধের মস্তিষ্কের শিরা ব্লক হয়ে গিয়েছিল। এর ফলে মস্তিষ্কের ডান দিকে একেবারেই রক্ত চলাচল হচ্ছিল না। যার জেরে শরীরের বাঁ দিকটা প্যারালাইসিসের চেহারা নিচ্ছিল। এই পরিস্থিতিতেই তাঁর একটা মাইল্ড স্ট্রোক হয়। যেটি তিনি বা বাড়ির কেউই বুঝতে পারেননি। অসুস্থতার কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা করে জানা যায় তাঁর স্ট্রোক হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর মতে স্ট্রোক হল সাধারণ নিউরোলজিক্যাল অবস্থা। যার জেরেই দীর্ঘসূত্রী কোনও অসুস্থতা শরীরে বাসা বাঁধতে পারে। এমনিতেই এদেশে অসুস্থতা জনিত মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্রোক। তাই এহেন পরিস্থিতি থেকে রোগীকে বের করে নিয়ে আসার চিকিৎসা পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে। ভারতে এর আগেও বহু রোগীর উপরেই চিকিৎসা করে দেখা হয়েছে। ফল মিলেছে হাতেনাতে। তবে রামস্বামী চিকিৎসায় সাড়া দিয়েছেন। আগামী চার পাঁচ ঘণ্টা নিয়মের মধ্যে থাকলেই তিনি সুস্থ হওয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাবেন।

Advertisement

[মহিলার প্রবেশে গঙ্গাজলে শুদ্ধিকরণ মন্দিরের, বিগ্রহ গেল গঙ্গাস্নানে]

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরে স্বস্তির শ্বাস ফেলেছেন রামস্বামী। যদি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যেতেন তাহলে গোটা পরিবার তাঁর জন্য সমস্যায় পড়ত। তবে সুস্থ হয়ে যাওয়াতে চিকিৎসকদের ধন্যবাদ দিতে ভোলেননি এই বৃদ্ধ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ