Advertisement
Advertisement

Breaking News

ফিরে দেখা ২০১৮: বছরভর শিখর ছোঁয়ার নানা মুহূর্ত

বছরভর সাফল্যের খতিয়ান।

2018 in hindsight success stories that captured limelight
Published by: Sayani Sen
  • Posted:December 30, 2018 7:56 pm
  • Updated:December 30, 2018 7:56 pm

ইসরোর চূড়ান্ত সাফল্য থেকে জঙ্গিদমন৷ এমনই কিছু ঘটনা বছরভর দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে, গর্বিত করেছে৷ বছর শেষে আরও একবার আনন্দের মুহূর্তগুলি ফিরে দেখলে কেমন হয়! বর্ষবরণের প্রাক্কালে সেই সুখের স্মৃতিগুলি তুলে ধরল সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ইসরো: ফের একবার ইতিহাসের সাক্ষী ইসরো৷ চলতি বছরের শুরুতেই একসঙ্গে ৩১টি উপগ্রহ পাঠায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা৷ এবছরই মহাকাশে পাড়ি দেয় জিএসএলভি মার্ক ৩

Advertisement

Heaviest satellite GSAT-11

Advertisement

চিন এবং পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ‘পৃথ্বী ২’-এর সফল উৎক্ষেপণ হয়৷ প্রতিরক্ষা ক্ষেত্রেও এবার সাফল্য মেলে ইসরোর৷ ওড়িশার উপকূলে নৌবাহিনীর রণতরী থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘ধনুষ’ ব্যালিস্টিক মিসাইলটি ছোড়া হয়। মহাকাশে পাঠানো হয় ‘বিগ বার্ড’, ‘অ্যাংরি বার্ড’, ‘ছোটা ভিম’-এর মতো শক্তিশালী ও ভারী উপগ্রহগুলিকে৷

ANGRY-BIRD

[ফিরে দেখা ২০১৮: সমকাম থেকে পরকীয়া, নতুন দিশার সন্ধান দিল যে রায়গুলি]

বগিবিল: ব্রহ্মপুত্র নদের উপর ডবল ডেকার বগিবিল ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিত্তিপ্রস্তর স্থাপনের ২১ বছর পর এই ব্রিজের উদ্বোধন হল। ৪.৯৪ কিলোমিটারের এই ব্রিজ নির্মাণে খরচ হয়েছে ৫,৯০০ কোটি টাকা। এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম রেল-রোড ব্রিজ বগিবিল। দেশের এই আধুনিক প্রযুক্তির ব্রিজে নিচে দু’টি রেলট্র্যাক আছে। আর উপরে রয়েছে তিনটি হাইওয়ে লেন। এই লেন এতটাই মজবুত, যে এর উপরে খুব সহজেই ভারী মিলিটারি যান চালানো সম্ভব।

bogibeel-bridge

[ফিরে দেখা ২০১৮: বন্যা থেকে সুনামি, বিপর্যয়ের সালতামামি]

খতম নাভিদ জাট: চলতি বছরের নভেম্বরে বড় সাফল্য পায় ভারতীয় সেনা৷ জম্মু-কাশ্মীরের বদগামের কুঠপোরার জঙ্গলে তল্লাশি চালিয়ে খতম করা হয় জঙ্গি নাভিদ জাটকে৷ সে লস্কর-ই-তইবার সদস্য ছিল৷ সেনা সূত্রে খবর, দৈনিক পত্রিকা ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক সুজাত বুখারির হত্যাকাণ্ডে যোগ ছিল নাভিদের৷ তার কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷

NAVEED-JATT
এশিয়ান গেমস: এশিয়ান গেমসে এবার পদক জয়ে রেকর্ড গড়েছে ভারত৷ চলতি বছর হেপ্টাথেলনে, জ্যাভলিন, শট পাট এবং পিস্তল ইভেন্টে চারটি সোনার মেডেল এসেছে ভারতের ঘরে৷ জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথেলনে ৬০৬২ পয়েন্ট পেয়ে বিশ্বরেকর্ড গড়েন জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মন৷ ৪০০ মিটার দৌড়ে সফল ঘরের মেয়ে হিমা দাস৷ জ্যাভলিন ইভেন্টে সোনা জিতেছেন নীরজ চোপড়া৷ শট পeট ইভেন্টে তেজিন্দর পাল সিং টুর এবং ২৫ মিটার পিস্তল ইভেন্টে ভারতে সোনা নিয়ে ফিরেছেন রাহি সার্নোবাত৷

hima

[ফিরে দেখা ২০১৮: সাফল্য থেকে ব্যর্থতা, বছরটা কেমন গেল বিনোদন জগতের?]

বিশ্বকাপ: দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জিতল ফ্রান্স৷ জিনেদিন জিদানদের পর এবারে লেস ব্লুসদের হয়ে বিশ্বকাপ ওঠালেন গ্রিজম্যান-এমবাপেরা৷ তবে এবারের বিশ্বকাপের সেরা চমক ছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া৷ সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের রানার্স হল যুদ্ধবিধ্বস্ত দেশটি৷   

WORLD-CUP

কলকাতা লিগ: দীর্ঘ ৮ বছর পর কলকাতা লিগে মোহনবাগানের শাপমুক্তি। কলকাতা কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন শিবির। ঘরের মাঠে ম্যাচ ও লিগ জয়ের সাক্ষী হয়ে আনন্দে ভাসেন কোচ-কর্মকর্তারা। লিগ জয়ের উচ্ছ্বাসে তখন ভাসছে গোটা মোহনবাগান মাঠও।

mohunbagan

[ফিরে দেখা ২০১৮: ভরা থাক স্মৃতিসুধায়]

মেলবোর্নে ইতিহাস গড়ল ভারত: বছরটা ১৯৮১। মেলবোর্নে দাপিয়ে বেড়াচ্ছেন কপিল দেব, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুনীল গাভাসকররা। অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেলের অস্ট্রেলিয়াকে ৫৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত। তারপর কেটে গিয়েছে ৩৭ বছর৷ জয়ের হাসি হাসতে না পারার তিন দশকেরও বেশি সময়৷ ২০১৮-য় বক্সিং ডে টেস্টে টিম ইন্ডিয়াকে লক্ষ্য করে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি থেকে উড়ে আসছে গালিগালাজ, বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। মাঠের মধ্যে চলছে স্লেজিং। সেসবকে উপেক্ষা করে টিম পেইনের অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ৩৭ বছর পর এমসিজি-তে ফিরল সেই সুখের স্মৃতি। কোহলির নেতৃত্বে আরও একবার ডনের দেশে তৈরি হল ইতিহাস।

India

[ফিরে দেখা ২০১৮: টলিউড মাত করল কম বাজেটের ছবিগুলিই]

বিরাট কোহলি: কিছুদিন আগেই শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেই দ্রুততম ক্রিকেটার হিসাবে দশ হাজার রান করেছেন কোহলি। শচীনের রেকর্ড এখন তাঁর পকেটে। এবার রাহুল দ্রাবিড়ের রেকর্ডও ভেঙে দিলেন ভারতীয় অধিনায়ক৷ বিদেশের মাটিতে দাঁড়িয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল শুধুমাত্র রাহুলের৷ এবার সেই সাফল্যের পালকও জুড়ল বিরাটের মুকুলে৷ মেলবোর্ন টেস্টে সেই রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি৷ চলতি বছর তাঁর রান ২৭৩৫৷

virat

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ