Advertisement
Advertisement

Breaking News

রোহিঙ্গা

নজরে রোহিঙ্গা সমস্যা, এপ্রিলের শুরুতে ভারত-বাংলাদেশ বৈঠক

১ লা এপ্রিল দিল্লিতে বৈঠক বসছে দুই স্বরাষ্ট্রমন্ত্রী৷

Bangladesh home minister to visit India ahead of polls
Published by: Sucheta Sengupta
  • Posted:March 25, 2019 2:49 pm
  • Updated:March 25, 2019 2:49 pm

সুকুমার সরকারঢাকা:  চতুর্থ হাসিনা সরকারের আমলে  ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নতির পথে৷ এই সম্পর্ককে আরও সুন্দর করতে চেয়ে বৈঠকে বসছে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রক৷ আগামী ১ এপ্রিল নয়াদিল্লিতে হবে বৈঠক। তাতে যোগ দিতে ৩১ মার্চ ভারতের আসছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা৷

[ আরও পড়ুন : একাত্তরের গণহত্যা ইস্যুতে চাপ বাড়ল পাকিস্তানের, বাংলাদেশের পাশে রাষ্ট্রসংঘ]

পয়লা এপ্রিলের বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা, সীমান্তে পাচার ও অন্যান্য সমস্যার সমাধান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রক পর্যায়ে ৭তম বৈঠক এটি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পক্ষে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে যোগ দিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিন দিনের সরকারি সফরে এদেশে আসছেন৷ ১ তারিখ বৈঠক সেরে ২ এপ্রিল তাঁর ঢাকায় ফিরে যাওয়ার সম্ভাবনা৷

Advertisement

এর আগে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক পর্যায়ের ষষ্ঠ বৈঠক হয়েছিল ২০১৮ সালের অক্টোবরে৷ বৈঠকে যোগ দিতে সেবার ঢাকায় গিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ৷  সূত্রের খবর, ১১ এপ্রিল থেকে ভারতে লোকসভা নির্বাচন শুরুর আগেই এবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই বৈঠকে তারা বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ, প্রত্যাবর্তন, ভিসা ইস্যুর ক্ষেত্রে সীমাবদ্ধতা-সহ অন্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এমনিতেই রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দিক থেকে জেরবার বাংলাদেশ৷ সমস্যার সমাধানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্নভাবে তাঁরা সহযোগিতার আবেদন জানিয়েছে৷ ভারতও এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে৷আন্তর্জাতিক নিয়মকানুন মেনে কীভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁরা প্রতিবেশ দেশকে সাহায্য করতে পারে, সেই আলোচনাও হবে পয়লা এপ্রিলের বৈঠকে৷

Advertisement

                              [ আরও পড়ুন: প্রয়াত ওপার বাংলার কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ]

এমনিতে দু’দেশের সম্পর্ক বরাবরই যথেষ্ট বন্ধুত্বপূর্ণ৷ মাঝেমধ্যে বিশেষ কূটনৈতিক বিষয়ে দ্বন্দ্ব বাঁধলেও, অন্তিমত সৌহার্দ্যের পথেই এগিয়েছে দুই দেশ৷ বাংলাদেশে আবারও চতুর্থবারের জন্য শাসনক্ষমতায় এসেছেন শেখ হাসিনা৷ তিনি সর্বদাই প্রতিবেশী দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মসৃণ রাখার পক্ষপাতী৷ ভারত তার মধ্যে মূল৷ আর সেই কাজ আরও ভালভাবে করতেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাচ্ছেন এদেশে৷ হাসিনা প্রশাসনের পয়লা এপ্রিলের দ্বিপাক্ষিক বৈঠকে সাফল্য নিয়ে আশাপ্রকাশ করেছে৷   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ