Advertisement
Advertisement
Bangladesh

অনুমতি না নিয়ে ওমানের সভায় যোগদান, ভিনদেশে আটক বাংলাদেশের মহিলা এমপি

পরে দূতাবাসের হস্তক্ষেপে মুক্ত হন খাদিজাতুল আনোয়ার সনি-সহ ১৭।

Bangladesh MP attended meeting at Oman without permission, detained | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 4, 2023 3:47 pm
  • Updated:August 4, 2023 3:52 pm

সুকুমার সরকার, ঢাকা: সরকারের অনুমতি না নিয়ে সভায় যোগ দিয়েছিলেন। তার জন্য ওমানের (Oman) আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনি-সহ ১৭ জন। রাতভর আটক থাকার পর অবশ্য সকালে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তাঁরা সকলে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রকের নিয়মিত সাংবাদিক সম্মেলনে জন কূটনৈতিক বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলি সাবরিন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ”দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এবং প্রবাসী বাংলাদেশি-সহ মোট ১৭ জনকে আটক করা হয়েছিল। পুলিশি হেফাজত থেকে আমাদের আধিকারিকরা (মাস্কাটের বাংলাদেশ দূতাবাস) গিয়ে তাদের মুক্ত করেছেন।”

Advertisement

[আরও পড়ুন: মোদি পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর]

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Sheikh Hasina) বিদেশে অবস্থানকারী প্রবাসীদের সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করে থাকেন। প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রত্যাশা এই যে, সফরে গিয়ে বিদেশিদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে স্থানীয় আইনকানুন মেনে চলবেন। এছাড়া এ ধরনের কার্যকলাপ এড়িয়ে চলবেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ও দোষী নয়’, জঙ্গি সন্দেহে ছেলের গ্রেপ্তারিতে তাজ্জব তারকেশ্বরের আমানের পরিবার]

সেহেলি সাবরিনের মতে, এ ধরনের ঘটনা প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর। কারণ, ওমানে এ ধরনের কোনও সংলাপ বা কর্মকাণ্ডের আয়োজন করা নিষেধ। যেসব প্রবাসী বাংলাদেশি এ সভার আয়োজন করেছিলেন, তাঁরা ওমান সরকারের অনুমতি নেননি। ওই অনুষ্ঠানটি রাত ১০টায় আয়োজন করা হয়েছিল। পরদিন সকালে দূতাবাসের হস্তক্ষেপে সকলকে মুক্ত (Released) করা হয়। উল্লেখ্য, খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামি লিগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ