BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আওয়ামি লিগের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের মানুষের কল্যাণ’, বলছেন শেখ হাসিনা

Published by: Soumya Mukherjee |    Posted: June 23, 2020 3:21 pm|    Updated: June 23, 2020 3:21 pm

Bangladesh’s independence AL’s biggest achievement: PM

ফাইল ফটো

সুকুমার সরকার, ঢাকা: ‘আওয়ামি লিগের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের মানুষের কল্যাণ। এই বিষয়টাতেই সবচেয়ে বেশি নজর রাখি আমরা।’ মঙ্গলবার আওয়ামি লিগের ৭১তম প্রতিষ্ঠা দিবসে এই মন্তব্যই করলেন দলের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

প্রতিবছর দলের জন্মদিনে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার মুজিববর্ষ উপলক্ষে সেই অনুষ্ঠান আরও ভাল করে করার পরিকল্পনা ছিল আওয়ামি লিগ (Awami League) নেতৃত্বের। কিন্তু, করোনার কারণে ভেস্তে গিয়েছে সব। মঙ্গলবার জাতীয় সংসদে এই কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের জনগণ ভাল থাকবে এটাই আমাদের প্রথম লক্ষ্য। করোনার সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তাই এবার আমাদের অনুষ্ঠানে অনেক কাটছাঁট করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি বাতিল করতে হয়েছে। আমরা যতদিন ক্ষমতায় থাকব এই কাজই করে যাব। কারণ আমাদের কাছে দলের থেকেও বড় দেশ ও তাতে বসবাসকারী জনগণ।’

[আরও পড়ুন: বাংলাদেশে করোনার বলি ১৫০০, পুলিশ মহলে সংক্রমণ বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ]

৭১তম জন্মদিনে বঙ্গবন্ধু-সহ আওয়ামি লিগের অন্য প্রতিষ্ঠাতাদেরও স্মরণ করেন হাসিনা। বলেন, ‘জন্মলগ্ন থেকেই বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার লড়াই লড়ছে আওয়ামি লিগ। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলদেশের জন্ম সব জায়গাতেই আওয়ামি লিগের অবদানের কথা সবাই জানেন। ১৭৫৭ সালে শেষ স্বাধীন নবাব সিরাজের পতনের পরেই বাংলার যে সূর্য অস্তমিত হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জয়লাভের মধ্যে পুনরায় তার উদয় হয়। তারপর থেকে বাংলাদেশের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আওয়ামি লিগ ক্ষমতায় থাকলেই মানুষের মঙ্গল হয়েছে। সামনের দিকে এগিয়ে গিয়েছে বঙ্গবন্ধুর দেশ। আর অন্য সময় তাকে পিছনে টানার চেষ্টা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু আজ আমাদের মধ্যে নেই। কিন্তু, আজও তাঁর দেখানো পথেই এগিয়ে চলেছে বাংলাদেশ। তাঁর অসমাপ্ত কাজ শেষ করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

[আরও পড়ুন:‘আগস্ট মাসেই বাংলাদেশে করোনার সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছবে’, বলছেন বিশেষজ্ঞরা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে