Advertisement
Advertisement

Breaking News

শিল্পীদের ধর্ষণের চেষ্টা

নদীপথে পিকনিকে দিনভর নাচগান, সন্ধের পর ট্রলারেই চার শিল্পীকে ধর্ষণের চেষ্টা আয়োজকদের

পুলিশি তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার ৪ তরুণী, পলাতক অভিযুক্তরা।

Group of youth tried to rape artists hired for entertainment programme in Dhaka
Published by: Sucheta Sengupta
  • Posted:August 24, 2020 6:20 pm
  • Updated:August 24, 2020 6:22 pm

সুকুমার সরকার, ঢাকা: দিনভর নদীপথে ভ্রমণে মনোরঞ্জনের ব্যবস্থা। চার শিল্পীর নাচেগানে মাতোয়ারা যুবকের দল। কিন্তু সন্ধে নামতেই বিপত্তি। চুক্তি অনুযায়ী, বিকেলের পর শিল্পীদের ছেড়ে না দিয়ে তাঁদের সঙ্গে অশালীন আচরণ, এমনকী ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ ওঠে। তবে পুলিশের তৎপরতায় নিরাপদেই উদ্ধার হয়েছেন তরুণী শিল্পীরা। ঢাকার (Dhaka) শীতলক্ষ্যা নদীর ঘটনায় অভিযুক্তরা পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।

রবিবার রাজধানী ঢাকা থেকে চার নৃত্যশিল্পীকে নিয়ে নদীপথে আনন্দ ভ্রমণে বেরয় ৩৫ জনের একটি দল। মাথা পিছু ১১ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, সারাদিন তাঁরা নৌকায় অনুষ্ঠান করে মাতিয়ে রাখেন। বিকেলের পর ছেড়ে দেওয়ার কথা তাঁদের। কিন্তু চুক্তি ভেঙে সন্ধে পর্যন্ত পারফর্ম করানো হয় তাঁদের দিয়ে। তারপরও ছাড়া হয়নি। অভিযোগ, রূপগঞ্জের পিতলগঞ্জ এলাকায় এনে তাঁদের সঙ্গে অশালীন আচরণ এবং ধর্ষণের চেষ্টা করে কয়েকজন যুবক। তাঁদের বিপদ দেখে অন্য নৌকায় থাকা এক তরুণী ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

Advertisement

[আরও পড়ুন: নর্দমায় ভেসে আসছে ১০০-৫০০’র নোট, নোংরা জলে টাকা কুড়নোর হুড়োহুড়ি মানুষের]

এ বিষয়ে বেলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সন্ধের সময় নৃত্যশিল্পীদের ট্রলার থেকে তীরে নামিয়ে দেওয়া হবে, এমনই কথা বলেছিলেন আয়োজকরা। কিন্তু দিন গড়িয়ে, সন্ধে পেরিয়ে রাত নেমে এলেও পিকনিকের আয়োজক রূপগঞ্জ গ্রামের হৃদয়, বিপ্লব, নিলয়, শাওন, রাসেল, সাগররা তাঁদের ট্রলার থেকে না নামিয়ে চার তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি আঁচ করতে পেরে পিকনিকে যাওয়া অন্য এক নৌকার এক তরুণী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চান।

Advertisement

[আরও পড়ুন: অনিশ্চিত ভবিষ্যৎ, বেইরুট বিস্ফোরণে বিপাকে বাংলাদেশি শ্রমিকরা]

পরে রাত ১১টা নাগাদ রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ কাচারিঘাট এলাকা থেকে তাঁদের উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকনিকের আয়োজক যুবকরা ট্রলার থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে ইছাপুরা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ