Advertisement
Advertisement
Teesta river

‘তিস্তার জলবণ্টন জটিল বিষয়’, মন্তব্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দোরাইস্বামীর

চোরাচালন বন্ধে দুই দেশ সহযোগিতা করছে বলে জানান দোরাইস্বামী।

Indian High Commissioner to Bangladesh opens up on Teesta treaty | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:November 17, 2021 10:34 am
  • Updated:November 17, 2021 10:39 am

সুকুমার সরকার, ঢাকা: তিস্তা জলবণ্টন চুক্তি বাস্তবায়নকে ‘জটিল বিষয়’ বলে উল্লেখ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী। তিনি বলেন, ভারতের জনগণের চাহিদা ও প্রত্যাশা এবং জল প্রাপ্তি সাপেক্ষে তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত সরকারের আপত্তি নেই।

[আরও পড়ুন: স্বস্তিতে বাংলাদেশ থেকে কলকাতাগামী যাত্রীরা, ডিসেম্বরেই ফের গড়াবে ‘বেনাপোল এক্সপ্রেসের’ চাকা]

ভারতীয় রাষ্ট্রদূত জানান, ভারতে অতিমাত্রায় বৃষ্টিপাতের কারণে ২০ অক্টোবর তিস্তা-সহ অন্যান্য নদীর জল বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারত সরকার রেডিও ওয়ারলেস ও ইমেলের মাধ্যমে এ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়েছিল। দোরাইস্বামী বলেন, “বন্যা প্রাকৃতিক বিষয়, এটি ভারত সরকার রোধ করতে পারবে না। কিন্তু প্রতিবেশী দেশকে সতর্ক করতে পারবে। তাই জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল ছাড়াও অসময়ে ভারী বৃষ্টিপাত ও বন্যা হওয়ায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বন্যা সতর্কীকরণ আবহাওয়ার পূর্বাভাস ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো প্রয়োজন। এজন্য বাংলাদেশের প্রস্তাবে ভারত সম্মত আছে।”

Advertisement

মঙ্গলবার দুপুরে দেশের উত্তর জনপদ জেলা রংপুর সিটি করপোরেশনে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বলেন, ‘সীমান্ত হত্যা কোনও দেশরই কাম্য নয়। বাংলাদেশি ও ভারতীয়রা দেখতে একইরকম। চোরাকারবারিরা মধ্য রাতে অথবা খুব সকালে অবৈধ পথে পণ্য আনা নেওয়া করে। আমাদের বর্ডার গার্ডের ওপর হামলা চালায়। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা আলোচনার ভিত্তিতে সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া-সহ সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হবে।”

Advertisement

দুই দেশের সম্পর্ক আরও মজবুত করে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ ভারতের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই গভীর এবং বর্তমান সরকারের সময়ে তা আরও সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ পরিকাঠামো-সহ সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে।” মাদক চোরাচালান বন্ধে দুই দেশের সরকারের ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে দোরাইস্বামী বলেন, “বাংলাদেশ ও ভারত সরকারকে মাদক চোরাচালন বন্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এ দুটি দেশ মাদক কারবারীদের মাদক বিক্রয়ের স্থান ও রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে দুই দেশের যুব সমাজ ঝুঁকির মাঝে রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে তথ্য আদান-প্রদান কার্যক্রম আরও বাড়ানো গেলে এটি দ্রুত প্রতিরোধ করা সম্ভব।”

গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ (Bangladesh) সফরে এসে ১০৯টি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই অংশ হিসেবে রংপুর সিটি করপোরেশনকে একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার। এর আগে তিনি ভারত সরকারের সহায়তায় সড়ক উন্নয়নের কাজ পরিদর্শন এবং সিটি কাউন্সিলর ও আধিকারীকদের সঙ্গে মতবিনিময় করেন। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এই অনুষ্ঠানে ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাট্টি, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু-সহ কাউন্সিলরবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

[আরও পড়ুন: ‘সমবেদনা জানালেও সমাধান দেয় না কেউ’, রোহিঙ্গা সমস্যা নিয়ে ক্ষোভপ্রকাশ বাংলাদেশের বিদেশমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ